
Realme C33 Offer: ভারতীয় বাজারে অনেক দামের মোবাইল রয়েছে। তার মধ্যে কিছু কিছু কোম্পানি রয়েছে যেগুলি বাজেট স্মার্টফোনের জন্য বিখ্যাত। আপনি যদি কম দামে স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। বর্তমানে বহু মানুষ অনলাইনের কেনাকাটা করতে পছন্দ করেন। তাই আপনি বাড়ি বসেই অর্ডার করতে পারবেন এই ফোনটি। আপনি অর্ধেকেরও কম দামে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে Realme C33 কেনার সুযোগ পাচ্ছেন। তবে কোন ফোনে এই অফার পাবেন? আপনি Realme C33- এ বিশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও, আপনি এতে অনেক ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও পেতে চলেছেন।
Realme C33-এর উপর কী-কী ডিল রয়েছে?
এই ফোনের বেস ভ্যারিয়েন্টে থাকছে 3 GB RAM + 32 GB স্টোরেজ। এই ভ্যারিয়েন্টের দাম 8,999 টাকা। এছাড়াও 4 GB RAM + 64 GB স্টোরেজে Realme C33 কিনতে খরচ হবে 9,999 টাকা। কিন্তু আপনি ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে 25 শতাংশ ছাড় (3000 টাকা)-এ কিনতে পারবেন। আপনি যদি Axis Bank ক্রেডিট কার্ড দিয়ে কেনেন, তাহলে 5 শতাংশ ছাড় পেয়ে যাবেন। এছাড়াও HDFC ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
আপনি যদি অর্ধেকেরও কম দামে এই স্মার্টফোনটি কিনতে চান তবে আপনি এক্সচেঞ্জ অফারের সুবিধাও পেয়ে যাবেন। Flipkart-এর তরফে এই ফোন কেনার জন্য 8,450 টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আপনি আপনার পুরনো ফোনটি দিলে, তার বদলে অনেক কমে এই নতুন ফোন পেয়ে যাবেন। কিন্তু আপনার আগের ফোনটির অবস্থা ভাল হতে হবে। আপনার পুরনো ফোনের ব্যাটারি, মডেল এবং অবস্থার উপর টাকার পরিমাণ নির্ভর করবে।
Realme C33-এর ফিচার:
স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 120Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। স্মার্টফোনটিতে Unisock T612 চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে আপনি 3 GB এবং 4 GB RAM-এর অপশন পাবেন। এছাড়াও একটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে।