Realme ভারতে Realme C51 স্মার্টফোন লঞ্চ করেছে। আপনি আজ অর্থাৎ 4 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে ফ্লিপকার্টে মোবাইল ফোনটি অর্ডার করতে পারবেন। কোম্পানি স্মার্টফোনটি সিঙ্গল স্টোরেজ অপশন দিয়ে বাজারে এনেছে, এতে আপনি 4+64GB স্টোরেজ পাবেন। ফোনটির দাম খুবই পকেট ফ্রেন্ডলি। আপনি এটি 8,999 টাকায় কিনতে পারবেন। কোম্পানি স্মার্টফোনে 500 টাকা ছাড়ও দিচ্ছে। আপনি যদি ICICI, SBI এবং HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফোনটি কিনে থাকেন তবে আপনি 8,499 টাকায় ফোনটি পাবেন। চলুন দেখে নেওয়া যাক এই ফোনে আপনি আর কী কী পাবেন?
আইফোনের মতো এই ফিচারটি Realme C51 স্মার্টফোনেও পাবেন:
Realme C51-এ iPhone 14-এর মতো ফিচার রয়েছে। এতে কোম্পানি মিনি ক্যাপসুল ফিচার দিয়েছে, যা আইফোনে পাওয়া ডায়নামিক আইল্যান্ড ইন্টারফেসের মতো। এর মাধ্যমে আপনি চার্জিং এবং অন্যান্য আপডেট পাবেন।
স্মার্টফোনটিতে একটি 6.74 ইঞ্চি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 90Hz এবং Unisoc T612 প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য, ফোনটিতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি 50MP। এছাড়াও, স্মার্টফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সহ একটি 5000 mAh ব্যাটারি রয়েছে।
কোম্পানির দাবি, Realme C51 মাত্র 28 মিনিটের মধ্যে 0 থেকে 50% চার্জ হয়ে যায়। মোবাইল ফোনের সামনে, আপনি সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 5MP ক্যামেরা পাবেন। স্মার্টফোনটি Android 13 এ কাজ করে। Realme C51-এর জন্য আর্লি বার্ড ডে সেল আজ অর্থাৎ 4 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। এর পরে, ফোনটির প্রথম বিক্রি শুরু হবে 11 সেপ্টেম্বর দুপুর 12টায়।
Moto G84 সেল শুরু হবে এই দিন থেকে:
Motorola-এর Moto G84 স্মার্টফোনের বিক্রি 8 সেপ্টেম্বর থেকে শুরু হবে। আপনি 18,999 টাকায় স্মার্টফোনটি কিনতে পারবেন। স্মার্টফোনটিতে 50MP IOS ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং Snapdragon 695 প্রসেসর রয়েছে।