Realme দেশের বাজারে সস্তার একটি স্মার্টফোন নিয়ে এল। লেটেস্ট ফোনের নাম Realme C67 5G। বাজেট হ্যান্ডসেটটির গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট, 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং একটি 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। রিয়েলমির এই নতুন ফোনের দাম মাত্র 13,999 টাকা। এই বাজেটের মধ্যে ফোনটি টক্কর দেবে Redmi 12 5G, Poco M6 Pro, Infinix Note 30 5G-এর মতো একাধিক স্মার্টফোনের সঙ্গে।
Realme C67 5G: দাম, সেল ও অফার
Realme C67 5G ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে 4GB RAM + 128GB 6GB স্টোরেজ ভার্সনের দাম 13,999 টাকা এবং হাই-এন্ড 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা। সানি ওয়েসিস, ডার্ক পার্পলের মতো একাধিক রঙে ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা।
16 ডিসেম্বর ঠিক দুপুর 12টা থেকে Realme C67 5G ফোনের বিক্রিবাট্টা শুরু হবে। ফ্লিপকার্ট এবং রিলায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি পাওয়া যাবে। শুরুতেই থাকছে আকর্ষণীয় অফারও। সেলের প্রথম দিন এই ডিভাইস যাঁরা ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। 20 ডিসেম্বরের পর থেকেই ছাড়ের অঙ্ক হয়ে যাবে 1,500 টাকা।
Realme C67 5G: স্পেসিফিকেশন, ফিচার
Realme C67 5G ফোনে রয়েছে একটি 6.72 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 680 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। পারফরম্যান্সের জন্য ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর। এই চিপসেট পেয়ার করা থাকছে 6GB RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে। একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ 2TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন কাস্টমাররা।
সস্তার ফোন হলে কী, ফটোগ্রাফির জন্য ক্যামেরা সেটআপ ঢেলে সাজানো হয়েছে। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনের। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি 50MP ক্যামেরা। আবার পোর্ট্রেইট ক্যামেরার জন্য রয়েছে 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
সদ্য লঞ্চ হওয়া এই রিয়েলমি ফোনে অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারি রয়েছে, যা 33W SUPERVOOC চার্জিং সাপোর্ট করে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, মাত্র 29 মিনিটের মধ্যেই ফোনটি 0 থেকে 50 শতাংশ চার্জড্ হয়ে যেতে পারে। টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে, সুরক্ষার জন্য দেওয়া হয়েছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি ডাস্ট ও ওয়াটার রেজ়িস্ট্যান্সের জন্য IP54 রেটিং প্রাপ্ত।