দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হল Realme GT 3, ফুল চার্জ হবে 10 মিনিটেরও কম সময়ে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 02, 2023 | 6:47 AM

Realme GT 3 Price: Realme মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (Mobile World Congress-MWC) 2023-এ Realme GT 3 লঞ্চ করেছে। Realme-এর নতুন GT সিরিজের স্মার্টফোনটি 144Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং 240W দ্রুত চার্জিং সাপোর্ট করে।

দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হল Realme GT 3, ফুল চার্জ হবে 10 মিনিটেরও কম সময়ে

Follow Us

Realme GT 3 Features: বাজারে Realme-এর ফোনের বিরাট জনপ্রিয়তা রয়েছে। তারা একের পর এক স্মার্টফোন বাজারে আনে। এবার Realme মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (Mobile World Congress-MWC) 2023-এ Realme GT 3 লঞ্চ করেছে। Realme-এর নতুন GT সিরিজের স্মার্টফোনটি 144Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং 240W দ্রুত চার্জিং সাপোর্ট করে। Realme GT 3-এ Snapdragon 8+ Gen 1 SoC দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Reality GT 3-এর ব্যাটারি 4,600 mAh। কোম্পানির দাবি, এই ফোনটি বিশ্বের দ্রুততম চার্জিং ওয়াল ফ্ল্যাগশিপ ফোন। Realme GT 3-এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন।


Realme GT 3-এর দাম:

Realme GT 3 ফোনটি বাজারে 8GB + 128GB, 12GB + 256GB, 16GB + 256GB, 16GB + 512GB এবং 16GB + 1TB বিকল্পে আসে। Realme GT 3 এর বেস ভেরিয়েন্টের দাম 649 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 53,500 টাকা)। এই স্মার্টফোনটি বুস্টার ব্ল্যাক এবং পালস হোয়াইট রঙে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য বাজারে কবে এই ফোন আসবে, তা এই মুহূর্তে জানানো হয়নি।

Realme GT 3-এর ফিচার ও স্পেসিফিকেশন:

Realme GT 3 ফোনটি Android 13-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। যা Realme UI 4.0-এ কাজ করে। এই ফোনটিতে একটি 6.74-ইঞ্চি AMOLED 1.5K (1240×2,772 পিক্সেল) রেজোলিউশন ডিসপ্লে রয়েছে। যার রিফ্রেশ রেট 144Hz, টাচ স্যাম্পলিং রেট 360Hz এবং স্ক্রিন-টু-বডি অনুপাত 93.69 শতাংশ। এই ডিসপ্লে 1,400 নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করতে পারে। এই ফোনে Octa Core Snapdragon 8+ Gen SoC দেওয়া হয়েছে।

Realme GT 3-এ f/1.88 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি ক্যামেরা, f/3.3 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং f/3.3 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ফোনের ফ্রন্টে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য, এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Realme GT 3-এ রয়েছে 4,600mAh ব্যাটারি, যা240W SUPERVOOC চার্জিং সাপোর্ট করে । কোম্পানির দাবি, ফোনটি মাত্র 4 মিনিটে এটি 50 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। একই সময়ে, এটি সম্পূর্ণ চার্জ হতে 9.3 মিনিট সময় নেয়। এই ফোনের দৈর্ঘ্য 163.85 মিমি, প্রস্থ 75.75 মিমি, পুরুত্ব 8.9 মিমি এবং ওজন 199 গ্রাম।

Next Article