Realme GT Neo 2: আগামী ২২ সেপ্টেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন, জেনে নিন সম্ভাব্য ফিচার
রিয়েলমির আসন্ন স্মার্টফোনে ৬৫W Dart Charge ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এর সাহায্যে ফোনে পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩৬ মিনিট। এমনটাই দাবি করেছে রিয়েলমি সংস্থা।

কী কী ফিচার থাকছে এই ফোনে?
আগামী ২২ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি নিও ২ স্মার্টফোন। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে ফের একবার প্রকাশ হল এই ফোনের সম্ভাব্য বেশ কিছু ফিচার। এর আগে অনলাইনে প্রকাশ হওয়া বেশ কিছু টিজার থেকে জানা গিয়েছিল যে রিয়েলমির এই ফোনে থাকতে পারে একটি Qualcomm Snapdragon ৮৭০ প্রসেসর। এছাড়াও বলা হয়েছে যে রিয়েলমি জিটি নিও ফোনের তুলনায় বড় এবং শক্তিশালী ব্যাটারি থাকবে রিয়েলমি জিটি নিও ২ ফোনে। এছাড়াও এই ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে।
রিয়েলমি জিটি নিও ২ স্মার্টফোনের সম্ভাব্য ফিচারগুলো দেখে নিন
- চিনের জনপ্রিয় ওয়েবসাইট Weibo- তে রিয়েলমির এই আসন্ন ফোনের ফিচার নিয়ে প্রবল জল্পনা চলছে। সেখানে প্রকাশিত টিজার থেকে জানা গিয়েছে যে এই ফোনে থাকতে পারে একটি অক্টা-কোর Qualcomm স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর।
- এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। উল্লেখ্য, রিয়েলমি জিটি নিও ফোনে ৪৫০০mAh ব্যাটারি ছিল। অর্থাৎ রিয়েলমি জিটি নিও ফোনের তুলনায় রিয়েলমি জিটি নিও ২ ফোনের ব্যাটারি বড় এবং বেশি শক্তিশালী।
- রিয়েলমির আসন্ন স্মার্টফোনে ৬৫W Dart Charge ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এর সাহায্যে ফোনে পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩৬ মিনিট। এমনটাই দাবি করেছে রিয়েলমি সংস্থা।
- রিয়েলমি জিটি নিও ২ ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে থাকতে পারে একটি হোক-পাঞ্চ ডিজাইন। আর সেখানে থাকতে পারে সেলফি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz।
- এই ফোনের পিছনের অংশে ট্রিপল ক্যামেরা সেটিংস থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শোনা গিয়েছে রিয়েলমি জিটি নিও ২ স্মার্টফোনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- রিয়েলমি জিটি নিও ২ ফোনে ৮ জিবি এবং ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা রয়েছে। Black Mint finish, কালো এবং নীল রঙে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
- রিয়েলমির আসন্ন ফোনে থাকতে পারে একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz। এর মধ্যে এই ফোনের যে ছবি ফাঁস হয়েছে অনলাইনে, সেখানে দেখা গিয়েছে ফ্রন্ট ডিসপ্লের উপরে বাঁদিকের কোণে থাকতে পারে হোল-পাঞ্চ কাট আউট ডিজাইন। সেখানে সেট করা থাকতে পারে সেলফি ক্যামেরা সেনসর।
- এই ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১১- এর সফটওয়্যারের সাহায্যে।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
