Flipkart বিগ সেভিং ডেজ় সেলে 4,000 টাকা ছাড়ে Realme GT Neo 3T, কেন কিনবেন এই ফোন?

Realme GT Neo 3T ফোনের দাম 23,999 টাকা। কিন্তু ফ্লিপকার্ট আপনাকে যে অফার দিচ্ছে, তার জন্য এত টাকা খরচ করতে হবে না। 23,999 টাকার ফোনটিতে আপনি পেয়ে যাবেন সরাসরি 4,000 টাকার ডিসকাউন্ট। ফলে,মাত্র 19,999 টাকাতেই ফোনটি আপনি ক্রয় করতে পারবেন।

Flipkart বিগ সেভিং ডেজ় সেলে 4,000 টাকা ছাড়ে Realme GT Neo 3T, কেন কিনবেন এই ফোন?
ব্যাপক ছাড়ে Realme স্মার্টফোন।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 01, 2023 | 5:29 PM

Flipkart Big Saving Days 2023 সেল শুরু হয়েছে সম্প্রতি। 5 মে শেষ হচ্ছে এই সেল। সেলের প্রতিটা দিনই একাধিক ইলেকট্রনিক গ্যাজেটসে থাকছে আকর্ষণীয় ছাড়। স্মার্টফো থেকে শুরু করে স্মার্টটিভি-সহ একাধিক গ্যাজেটস এই সেলে আপনি কম দামে পেয়ে যাবেন। এই সেলে একাধিক যে সব ফোনে আপনি ছাড় পাবেন, তার মধ্যে অন্যতম হল Realme GT Neo 3T। সেলে ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র 19,999 টাকায়, যেখানে ফোনের দাম এতটা কম নয়ই। সেই সঙ্গেই আবার রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট থেকে শুরু করে ক্যাশ ডিসকাউন্টের মতো বেশ কিছু আকর্ষণীয় অফার।

এই মুহূর্তে Realme GT Neo 3T ফোনের দাম 23,999 টাকা। কিন্তু ফ্লিপকার্ট আপনাকে যে অফার দিচ্ছে, তার জন্য এত টাকা খরচ করতে হবে না। 23,999 টাকার ফোনটিতে আপনি পেয়ে যাবেন সরাসরি 4,000 টাকার ডিসকাউন্ট। ফলে,মাত্র 19,999 টাকাতেই ফোনটি আপনি ক্রয় করতে পারবেন।

অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট থেকে শুরু করে ক্যাশব্যাক-সহ একাধিক অফার। সেই অফারে Realme GT Neo 3T ফোনটি 19,999 টাকারও কম দামে আপনি কিনতে পারবেন। প্রসঙ্গত, এই GT Neo 3T ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল 2022 সালের সেপ্টেম্বর মাসে। সে সময় ফোনটির বেস মডেলের দাম ছিল 29,999 টাকা এবং হাই-এন্ড ভার্সনের দাম 33,999 টাকা। ড্যাশ ইয়েলো, ড্রিফ্টিং হোয়াইট এবং শেড ব্ল্যাক এই তিনটি কালারে আপনি ফোনটি ক্রয় করতে পারবেন।

Realme GT Neo 3T: ফিচার ও স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে 6.62 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে Snapdragon 870 প্রসেসরের সাহায্যে। প্রাইমারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি 64MP মেইন ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 6GB ও 8GB পর্যন্ত RAM এবং 128GB ও 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। 5G কানেক্টিভিটি সাপোর্ট করে ফোনটি।

সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Android 12 অপারেটিং সিস্টেম। তবে, এখন তা Android 13 অপারেটিং সিস্টেম আপগ্রেডেশন পেয়ে গিয়েছে। জলদিই ফোনটি Android 14 আপগ্রেডও পেয়ে চলেছে।