প্রথম সেলে লক্ষাধিক সেট বিক্রির পর, ভারতে লঞ্চ হল Realme C55 নতুন রঙে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 05, 2023 | 7:16 PM

Realme C55 Price: Realme C55 প্রথম সেলেই মাত্র 5 ঘন্টার মধ্যে এক লক্ষ মানুষ কিনেছিল। বর্তমানে এই নতুন রং নিয়ে মানুষ কতটা আগ্রহী, তা সময়ের সঙ্গে সঙ্গেই বোঝা যাবে।

প্রথম সেলে লক্ষাধিক সেট বিক্রির পর, ভারতে লঞ্চ হল Realme C55 নতুন রঙে

Follow Us

Realme C55 New Colour: ভারতীয় বাজারে Realme তার 5তম বার্ষিকী উপলক্ষে Realme C55 কে একটি নতুন রঙয়ে এনেছে। এই ফোনটি এবার আপনি আরও একটি নতুন রঙয়ে কিনতে পারবেন। এই নতুন রং আনার ঘোষণা আগেই করেছিল কোম্পানিটি। সেই মতোই Realme C55 এখন রেনফরেস্ট কালারে বাজারে এল। এর আগে এই ফোনটি সানশাওয়ার এবং রেনি নাইট কালারে পাওয়া যেত। Realme C55-এর প্রথম সেল 4 মে দুপুর 12টায় শুরু হয়ে গিয়েছে। আপনি এই নতুন রঙটি এখন Realme-এর সাইট, Flipkart এবং অন্যান্য স্টোর থেকে কিনতে পারবেন। Realme C55 প্রথম সেলেই মাত্র 5 ঘন্টার মধ্যে এক লক্ষ মানুষ কিনেছিল। বর্তমানে এই নতুন রং নিয়ে মানুষ কতটা আগ্রহী, তা সময়ের সঙ্গে সঙ্গেই বোঝা যাবে।

Realme C55-এর দাম:

Realme C55-এর নতুন ভ্যারিয়েন্টের দামে কোনও পরিবর্তন হয়নি। Realme C55 তিনটি স্টোরেজে কিনতে পারবেন। 64 জিবি স্টোরেজ সহ এর 4 জিবি RAM-এর দাম 10,999 টাকা এবং 64 জিবি স্টোরেজ সহ 6 জিবি RAM-এর দাম 11,999 টাকা এবং 128 জিবি স্টোরেজ সহ 8 জিবি RAM-এর দাম 13,999 টাকা।

Realme C55-এর স্পেসিফিকেশন:

Realme C55 ভারতে একটি 6.72-ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে (1080X2400 পিক্সেল) রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পলিং রেট এবং 680 nits পিক ব্রাইটনেস সহ বাজারে এসেছে। ফোনটিতে MediaTek Helio G88 প্রসেসর এবং 8GB পর্যন্ত LPDDR4X RAM সাপোর্ট করা হয়েছে। এছাড়াও ফোনটিতে 128 GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। আপনি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। Realme C55-তে মিনি ক্যাপসুল ফিচারগুলিও রয়েছে। এই ফোনটিতে প্রথম এই ফিচার ব্যবহার করা হয়েছে। এতে মিনি ক্যাপসুল চার্জিং, ব্যাটারি, ডেটা ব্যবহার এবং কিছু ফিটনেস ফিচারও পেয়ে যাবেন।

Realme C55-এর ক্যামেরা:

কম দাম হওয়া সত্ত্বেও Realme C55-এর ক্যামেরা বেশ ভাল। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরায় LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য Realme C55-এ একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেকশনের জন্য এই ফোনে 4G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.2, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে।

Next Article