Realme Narzo 60 Features: Realme শীঘ্রই ভারতে Realme Narzo 60 সিরিজ চালু করবে। এই সিরিজের অধীনে, কোম্পানি 2টি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সেই 2টি স্মার্টফোনের তালিকায় রয়েছে Realme Narzo 60 5G এবং একটি Realme Narzo 60 Pro। আর Realme Narzo 50-এর লেটেস্ট ভার্সন হিসেবে কোম্পানি Realme Narzo 60 5G লঞ্চ করবে। আপনি এই সিরিজটির লাইভ স্ট্রিমিং 6 জুলাই দুপুর 2 টোয় দেখতে পাবেন। এবার প্রশ্ন হল আপনি কোথা থেকে এই নতুন সিরিজ়টি কিনতে পারবেন? আপনি ই-কমার্স ওয়েবসাইট Amazon-এর মাধ্যমে স্মার্টফোনটি কিনে নিতে পারবেন। ইতিমধ্যেই কোম্পানিটি টুইটারে তাদের আসন্ন স্মার্টফোনের একটি টিজার শেয়ার করেছে। এই টিজারে, নতুন ফোনের ক্যামেরা এবং ডিজাইন প্রকাশ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক নতুন ফোনের বিস্তারিত।
Realme Narzo 60 Pro 5G স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 100MP-এর। ফোনের পিছনের প্যানেলটিতে চামড়ার ফিনিশ রয়েছে। Realme 11 Pro তে একটি রাউন্ড ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। ফোনটির পেছনের দিকে কোম্পানির ব্র্যান্ডিং করা হয়েছে। দামের প্রসঙ্গে বলতে গেলে, কোম্পানি এই সিরিজটি 20 থেকে 30 হাজারের মধ্যে লঞ্চ করতে পারে।
ফিচার ও স্পেসিফিকেশন:
Realme Narzo 60 5G-তে কোম্পানি MediaTek Dimensity 6020 চিপসেট, 8GB RAM, 256 ইন্টারনাল স্টোরেজ এবং 5000 mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এতে একটি 6.43-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে পাবেন, যা 90hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করবে। Realme Narzo 60 Pro-তে Dimensity 7050 SoC-এর সাপোর্ট থআকতে পারে। কোম্পানির দাবি, এই সিরিজের স্মার্টফোনগুলিতে 2.5 লক্ষেরও বেশি ছবি সেভ করা যাবে। অর্থাৎ এতে, কোম্পানি গ্রাহকদের 1TB স্টোরেজ সাপোর্ট দেওয়া হবে। তবে এই সব স্পেসিফিকেশনই ফাঁস হওয়া তথ্যের উপর ভিত্তি করে। অফিসিয়ালি এখনও কোম্পানির তরফে কিছুই জানানো হয়নি।
এই সিরিজটি ছাড়াও আগামী মাসে অর্থাৎ জুলাইয়ে লঞ্চ হবে Nothing Phone 2। বহু মানুষই ফোনটির জন্য অপেক্ষা করে রয়েছে। ফোনটি 11 জুলাই রাত 8:30 টায় লঞ্চ করবে বলে জানিয়েছে কোম্পানিটি। এতে আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ, 4700 mAh ব্যাটারি, 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে, Snapdragon 8th Plus 1st জেনারেশন SOC-এর সাপোর্ট পেয়ে যাবেন। মোবাইল ফোনটির দাম প্রায় 40,000 টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। আপনি কোম্পানির ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্মার্টফোনের লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন।