Realme সম্প্রতি ভারতীয় বাজারে Narzo 60x 5G লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির বিক্রি শুরু হয়ে গিয়েছে 19 সেপ্টেম্বর দুপুর 12 টায়। তাই আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এর তেকে ভাল সুযোগ আর পাবেন না। কারণ এতে দুর্দান্ত সব অফার দেওয়া হচ্ছে। স্মার্টফোনটিতে 33W SUPERVOOC চার্জিং সহ একটি 50 MP AI ক্যামেরা রয়েছে। শুধু তাই নয়, স্মার্টফোনটিতে বিভিন্ন ফিচারও দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আপনি কী কী অফার পাবেন।
Realme Narzo 60X 5G ফোনটি 4 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। এর দাম 12,999 টাকা। গ্রাহকরা 1000 টাকা ছাড়ে ফোনটি কিনতে পারবেন। অর্থাৎ তখন ফোনটির দাম হবে 11,999 টাকা। আপনি সবুজ এবং কালো রঙে কিনতে পারবেন। আপনি ই-কমার্স ওয়েবসাইট থেকে ফোনটি কিনে ফেলতে পারবেন।
Realme Narzo 60x-এর স্পেসিফিকেশন এবং ফিচার:
Realme Narzo 60x-এ একটি বড় 6.72-ইঞ্চি IPS LCD স্ক্রিন রয়েছে, যা 120Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটিতে MediaTek Dimensity 6100+ 5G চিপসেট ব্যবহার করা হয়েছে এবং 6GB/6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড 13-ভিত্তিক Realme UI 4-এ চলে।
Realme Narzo 60x-এ একটি 50 এমপি প্রাথমিক ক্যামেরা রয়েছে, যাতে আপনি দুর্দান্ত ফটো এবং ভিডিয়ো ক্যাপচার করতে পারবেন। এটিতে একটি 2 এমপি ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য, স্মার্টফোনটিতে একটি 8 এমপি ক্যামেরা রয়েছে। ফোনটি Android 13 ভিত্তিক Realme UI 4.0-এ কাজ করে। এতে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনশন 6100+ প্রসেসর রয়েছে। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রধান ক্যামেরা 50 মেগাপিক্সেল। ফোনটিতে 5000mAh ব্যাটারি এবং 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।