ইতিহাস গড়ল Redmi 12 5G, সেল শুরু হতেই রেকর্ড সংখ্যক বিক্রিবাট্টা, নিমেষে ফুরোল স্টক

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 16, 2023 | 1:16 PM

বিক্রিবাট্টা শুরু হওয়ার 24 ঘণ্টার মধ্যেই স্টকও ফুরিয়ে গেল Redmi 12 5G ফোনের। আর তার নিরিখেই 2023 সালের সর্বাধিক বিক্রিত ফোন হয়ে গেল এই লেটেস্ট রেডমি হ্যান্ডসেটটি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় 9500+ পিন কোডে পৌঁছে দেওয়া হয়েছে ফোনটি।

ইতিহাস গড়ল Redmi 12 5G, সেল শুরু হতেই রেকর্ড সংখ্যক বিক্রিবাট্টা, নিমেষে ফুরোল স্টক
Redmi 12 5G-র ঝোড়ো ব্যাটিং।

Follow Us

বিক্রিবাট্টা শুরু হতেই একপ্রকার ঝড় তুলল Redmi 12 5G। অল্প সময়ের মধ্যেই Amazon-এ প্রচুর পরিমাণে বিক্রি হল ফোনটি। শেষমেশ পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছল যে, বিক্রিবাট্টা শুরু হওয়ার 24 ঘণ্টার মধ্যেই স্টকও ফুরিয়ে গেল Redmi 12 5G ফোনের। আর তার নিরিখেই 2023 সালের সর্বাধিক বিক্রিত ফোন হয়ে গেল এই লেটেস্ট রেডমি হ্যান্ডসেটটি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় 9500+ পিন কোডে পৌঁছে দেওয়া হয়েছে ফোনটি।

এ বিষয়ে Amazon India-র ডিরেক্ট ওয়্যারলেস অ্যান্ড হোম এন্টারটেইনমেন্ট দফতরের ডিরেক্টর রঞ্জিত বাবু বলছেন, “Amazon.in-এ নতুন Redmi 12 5G সফলভাবে লঞ্চ করার জন্য আমরা Xiaomi ইন্ডিয়া টিমকে অভিনন্দন জানাতে চাই। অলরাউন্ডার স্মার্টফোনটি Amazon.in-এ 10,000-15,000 টাকার সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 5G স্মার্টফোন হয়ে উঠেছে। এই সাফল্য আমাদের বিশ্বাসকে পুনর্ব্যক্ত করে যে Amazon.in হল ভারতের 5G বিপ্লবে যোগদান করতে চান এমন প্রত্যেকের জন্য পছন্দের বাজার। সারা ভারতে গ্রাহকদের কাছে স্মার্টফোনগুলিকে অ্যাক্সেসযোগ্য করে তুলতে Xiaomi-র সঙ্গে আমাদের ক্রমাগত সম্পৃক্ততার জন্য আমরা গর্বিত!”

এদিকে Xiaomi India-র চিফ মার্কেটিং অফিসার অনুজ শর্মা বলছেন, “Redmi 12 5G-এর অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এবং উৎসবের মরসুম শুরু হওয়ার আগে স্মার্টফোন বিভাগকে কিছুটা প্রয়োজনীয় গতি এবং দিকনির্দেশ দিয়েছে। ভবিষ্যত হল 5G এবং Amazon-এর সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন ভারতের প্রতিটি প্রান্তে 5G বিপ্লব নিয়ে যেতে সহায়ক হবে।”

Redmi 12 5G হল ভারতের প্রথম স্মার্টফোন, যাতে পারফরম্যান্সের জন্য রয়েছে একটি Snapdragon 4 Gen 2 5G প্রসেসর। ফোনটিতে রয়েছে ফ্ল্যাগশিপ-পর্যায়ের 4nm আর্কিটেকচার, যা এটিকে দ্রুত সংযোগের জন্য দক্ষতার সঙ্গে 5G ক্ষমতা আনলক করে। Redmi 12 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট তিনটি ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 4GB+128GB মডেলের দাম 10,999 টাকা, 6GB+128GB মডেলের দাম 12,499 টাকা এবং 8GB+256GB মডেলটির দাম 14,499 টাকা। গত 4 অগস্ট এই ফোনের বিক্রিবাট্টা শুরু হয়েছিল এবং 5 অগস্টের মধ্যেই ফোনের সমস্ত স্টক ফুরিয়ে যায়।

Next Article