Xiaomi New Phone: এই প্রথম Xiaomi তাদের ফোনের ডিজ়াইনে সামান্য পরিবর্তন করে iPhone-এর পদাঙ্ক অনুসরণ করল। এন্ট্রি লেভেলের Redmi 12 লঞ্চ করে গেল থাইল্যান্ডে। আর সেই ফোনেই Xiaomi ছকভাঙা ডিজ়াইন দিয়েছে, যা অনেকটাই iPhone PRO মডেলগুলির মতো। সংস্থার REDMI সিরিজ়ের লেটেস্ট ফোনের নাম Redmi 12, যা আপাতত থাইল্যান্ডের মার্কেটে হাজির হয়েছে। ভারত সহ বিশ্বের অন্যান্য প্রান্তে সেই ফোন কবে নাগাদ হাজির হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি।
এই প্রথম কোনও REDMI ফোনে iPhone-এর ডিজ়াইন
Redmi 12 এক্কেবারে স্লিক এবং মডার্ন ডিজ়াইনের, লেটেস্ট iPhone PRO মডেলগুলির ডিজ়াইনের সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি সেন্সর হিসেবে রয়েছে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর। 6.79 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা Full HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে এবং তার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট 90 Hz পর্যন্ত। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু এবং পোলার সিলভারের মতো কিছু আকর্ষণীয় কালার মডেল রয়েছে ফোনটির।
ফোনের পারফরম্যান্স, স্টোরেজ ও ব্যাটারি
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে MediaTek-এর Helio G88 প্রসেসরের সাহায্যে। 4GB বা 8GB পর্যন্ত RAM এবং 128GB বা 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে ফোনটির। তবে আপনি চাইলে ফোনের স্টোরেজ বাড়িয়েও নিতে পারেন। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। 5000mAh ব্যাটারি রয়েছে এই হ্যান্ডসেটে, যা ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে 18W-এ। সফটওয়্যার হিসেবে ফোনটিতে থাকছে MIUI 14 কাস্টম স্কিন, যা অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক।
Redmi 12: দাম কত
এবার আসা যাক দামের প্রসঙ্গে। তিনটি মেমোরি কনফিগারেশনে বাজারে এসেছে ফোনটি। 4+128 GB, 8+128 GB এবং 8+256 GB স্টোরেজ অপশনে Redmi 12 পাওয়া যাবে। ফোনগুলির দাম শুরু হচ্ছে 5999 থাই বাথ বা 173 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 15,000 টাকা। তবে এই ফোন ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের মার্কেটে কবে নাগাদ লঞ্চ করবে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত বার্তা দেওয়া হয়নি।