Redmi 8A dual Discount: দোল উৎসব আসতে না আসতেই বিভিন্ন জায়গায় ফোন ও ইলেকট্রনিক জিনিসের উপর অফার দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর এই সমস্ত অফার হাতছাড়া না করে, একটি নতুন ফোন কেনার প্ল্য়ান করে নিন। আবার কাউকে দোল উৎসবে উপহারও দিতে পারেন। অ্যামাজনে (Amazon) রেডমি-এর একটি ফোনের উপর অফার দেওয়া হচ্ছে। আপনি খুব কম দামে অ্যামাজন থেকে Redmi 8A Dual স্মার্টফোনটি কিনতে পারবেন। আপনি যদি এই বাজেট স্মার্টফোনটি আরও কম দামে কিনতে চান, তবে Redmi 8A Dual আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। আপনি জানলে অবাক হবেন, Redmi 8A Dual স্মার্টফোনটি মাত্র 499 টাকায় কিনতে পারবেন। তবে দেখে নিন Amazon-এ ফোনটির উপর কী-কী অফার দেওয়া হচ্ছে।
Redmi 8A Dual স্মার্টফোনটিতে যে-যে অফারগুলি পাবেন:
এই ফোনটি Amazon-এ 7,999 টাকা দামে তালিকাভুক্ত হয়েছে। তবে আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি কীভাবে এটি মাত্র 499 টাকায় কিনতে পারবেন? ই-কমার্স সাইটটি এই ফোনটিতে 7,500 টাকার এক্সচেঞ্জ অফার দিচ্ছে। অর্থাৎ আপনি যদি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনটি কেনেন, তাহলে আপনি Redmi 8A Dual স্মার্টফোনটিতে 7,500 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন। তবে আপনার পুরনো ফোনের অবস্থা কেমন, তার উপর সেই এক্সচেঞ্জ অফারের সুবিধা নির্ভর করবে।
আপনি যদি সব ক’টি অফার ব্যবহার করেন, তবে আপনি এই ফোনটি মাত্র 499 টাকায় পাবেন। এছাড়াও, আপনি এই ফোনে EMI-এর সুবিধাও পাবেন। অর্থাৎ এই ফোনটি আপনি 382 টাকার EMI-তেও কিনতে পারেন।
দেখে নিন Redmi 8A Dual স্মার্টফোনটির ফিচার ও স্পেসিফিকেশন:
Redmi 8A Dual-এ আপনি 6.22-ইঞ্চি HD + ডট নচ ডিসপ্লে পাবেন। যার রেজোলিউশন 1520 x 720 পিক্সেল। এতে 19:9 অ্যাসপেক্ট রেশিও এবং 2.5D কার্ভড গ্লাস রয়েছে। প্রসেসর হিসেবে এতে রয়েছে স্ন্যাপড্রাগন 439 অক্টা কোর প্রসেসর, যাতে রয়েছে 2GB RAM এবং 32GB ইন্টারনাল মেমরি।
বাজেট ফোন হিসেবে, এই ফোনে আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছেন। যাতে রয়েছে 13MP মেন ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা। এছাড়াও, এই ফোনে একটি 5000mAh লিথিয়াম-পলিমার ব্যাটারি পাবেন। কোম্পানি এই স্মার্টফোনে 1 বছরের ওয়ারেন্টিও দিচেছে।