Redmi K50i 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে 8,500 টাকার বিপুল ছাড়ে, কোথায় পাবেন জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 04, 2023 | 12:08 PM

Redmi K50i Price: Redmi K50i বর্তমানে ভারতে সস্তা দামে পাওয়া যাচ্ছে। MediaTek Dimensity 8100 SoC সহ এই ফোনটি 2022-এর জুলাই মাসে পেশ করা হয়েছিল। প্রশ্ন হল আপনি এই ফোনটি কোথা থেকে কিনতে পারবেন? এতে কী-কী অফার রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।

Redmi K50i 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে 8,500 টাকার বিপুল ছাড়ে, কোথায় পাবেন জেনে নিন

Follow Us

Redmi K50i Price Cut: ভারতীয় বাজারে Redmi-এর স্মার্টফোনের বিরাট জনপ্রিয়তা রয়েছে। ফলে তারা একের পর এক অফার দিয়ে যায় তাদের ফোনে। বর্তমানে কোম্পানিটি একটি ফোনের উপর ছাড় দিচ্ছে। Redmi K50i বর্তমানে ভারতে সস্তা দামে পাওয়া যাচ্ছে। MediaTek Dimensity 8100 SoC সহ এই ফোনটি 2022-এর জুলাই মাসে পেশ করা হয়েছিল। এতে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনটিতে একটি 5,080mAh ব্যাটারি রয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এবার প্রশ্ন হল আপনি এই ফোনটি কোথা থেকে কিনতে পারবেন? এতে কী-কী অফার রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।

Redmi K50i-এর দাম এবং অফার:

Redmi K50i এর 6GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 25,999 টাকা। যেখানে 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা। রেডমি ইন্ডিয়া টুইট করে জানিয়েছে, Redmi K50i ফোনটি অনেক সস্তায় পাওয়া যাবে। বেস ভ্যারিয়েন্টের দাম 18,999 টাকা হয়ে গিয়েছে। যদিও বেশি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে ফোনটি কেনার জন্য আপনাকে এত চাকা খরচ করতে হবে না। এই ফোনটি কেনার পর ICICI ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,500 টাকা ক্যাশব্যাক অফার পাবেন। এটি কোম্পানির অফাসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট Amazon থেকে কিনতে পারবেন। এই অফারের পরে, এই ফোনটি 17,499 টাকায় পাওয়া যাবে। অর্থাৎ আপনি 8,500 টাকা বাঁচাতে পারবেন।

Redmi K50i 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন:

Redmi K50i 5G-তে একটি 6.6-ইঞ্চি ফুল HD + LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080×2460 পিক্সেল। আর রিফ্রেশ রেট 144Hz এবং অ্যাসপেক্ট রেশিও 20.5:9। এই ফোনটিতে Octa Core MediaTek Dimensity 8100 SoC প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেমের জন্য ফোনটিতে Android 12-এর MIUI 13 দেওয়া হয়েছে। এতে একটি 5,080mAh ব্যাটারি রয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই স্মার্টফোনের পিছনে প্রথম 64-মেগাপিক্সেল Samsung ISOCELL GW1 ক্যামেরা, 8-মেগাপিক্সেল দ্বিতীয় আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং 2-মেগাপিক্সেল তৃতীয় ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এর ফ্রন্টে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেকশনের জন্য এই ফোনটিতে USB Type C পোর্ট, 3.55mm অডিয়ো জ্যাক, 5G, 4G LTE, WiFi 6, Bluetooth v5.3 এবং GPS/A-GPS রয়েছে।

Next Article