বছরের শেষেই সস্তায় এক জোড়া স্মার্টফোন নিয়ে হাজির Redmi, দেখার মতো সব ফিচার

Redmi K70 Price: Redmi K70 এবং Redmi K70 Pro ফোনে একটি 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1440x3200 পিক্সেল এবং Redmi K70 Pro ফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট রয়েছে। যেখানে Xiaomi Redmi K70 এ Snapdragon 8 Gen 2 চিপসেট দিয়েছে। এই দু'টি ফোনই Xiaomi HyperOS-এ চলবে।

বছরের শেষেই সস্তায় এক জোড়া স্মার্টফোন নিয়ে হাজির Redmi, দেখার মতো সব ফিচার

| Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 01, 2023 | 12:02 PM

Xiaomi তার K সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। কোম্পানি চিনে আয়োজিত একটি ইভেন্টে Redmi K70 এবং Redmi K70 Pro ফোন লঞ্চ করেছে। এই দু’টি ফোনেই কোম্পানি AMOLED ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন চিপসেট দিয়েছে। এবার ভারতের বাজারে কবে এই দু’টি স্মার্টফোন পা রাখবে, তা এখনও জানা যায়নি। এই দুই ফোনে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। জেনে নিন ফোনের দাম কত রেখেছে কোম্পানিটি। Xiaomi ভারতীয় মুদ্রা অনুযায়ী 3299 ইউয়ান বা 39,435 টাকায় Redmi K70 Pro লঞ্চ করেছে। যেখানে Redmi K70 চালু করা হয়েছে 2499 ইউয়ান বা 29865 টাকায়। চিনে এই দু’টি ফোনের বিক্রি শুরু হবে আজ অর্থাৎ 1 ডিসেম্বর থেকে।

Redmi K70, K70 Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার:

Redmi K70 এবং Redmi K70 Pro ফোনে একটি 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1440×3200 পিক্সেল এবং Redmi K70 Pro ফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট রয়েছে। যেখানে Xiaomi Redmi K70 এ Snapdragon 8 Gen 2 চিপসেট দিয়েছে। এই দু’টি ফোনই Xiaomi HyperOS-এ চলবে। আর সেলফির জন্য এই ফোনে একটি 16MP ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও, সিকিওরিটির জন্য ফোনের ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে কোম্পানিটি।

Xiaomi 24GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ এবং 16GB RAM এবং 1TB স্টোরেজ অপশনে Redmi K70 Pro ফোনটি চালু করেছে। এই ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। যেখানে Redmi K70-এ একটি 50MP সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো শ্যুটার রয়েছে। এই দুটি ফোনেই 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।