অনলাইনে Redmi K70-র লুক ফাঁস! ভারতে আসতে পারে Poco F6 নামে
Redmi K70 Renders Leak: টিপস্টার আনবিন Redmi K70 ফোনের রেন্ডারগুলি প্রকাশ করেছেন। আগের মডেলের তুলনায় এই নতুন ফোনটিতে একটি ভিন্ন রিয়ার ক্যামেরা বাম্প দেওয়া হচ্ছে। তিনটি সেন্সর থাকছে, সেই সঙ্গে থাকছে LED ফ্ল্যাশ। আগের মডেলে ফোনের তিনটি ক্যামেরা যেখানে এক লাইনে ছিল, সেখানে এই নতুন ফোনে তিনটি ক্যামেরা দেওয়া হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপের ক্যামেরা আইল্যান্ডে।

Redmi আর একটি দুর্ধর্ষ স্মার্টফোন নিয়ে কাজ করছে। শীঘ্রই সেই ফোন লঞ্চ করে যাবে। বেশ কিছু দিন ধরেই Redmi K70 ফোনটি নিয়ে জোর জল্পনা চলছে। এর মধ্যেই আবার ফোনটির রেন্ডার্স লিক হয়ে গেল। সেখান থেকেই আরও মনে করা হচ্ছে, ফোনটি জলদিই লঞ্চ হয়ে যেতে পারে। লিক হওয়া রেন্ডার থেকে দেখা গিয়েছে, স্মার্টফোনের একটি সাদা রঙের অপশন। সেলফি ক্যামের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি হোল পাঞ্চ কাটআউট ডিসপ্লে। স্ক্রিনে থাকছে পুরু বেজ়েল। লিক হওয়া ছবিতে দেখা গিয়েছে, ফোনের ট্রিপল ক্যামেরা ও LED ফ্ল্যাশ। নাম থেকেই বোঝা যাচ্ছে, Redmi K70 হল Redmi K60-এর পরবর্তী প্রজন্ম।
টিপস্টার আনবিন Redmi K70 ফোনের রেন্ডারগুলি প্রকাশ করেছেন। আগের মডেলের তুলনায় এই নতুন ফোনটিতে একটি ভিন্ন রিয়ার ক্যামেরা বাম্প দেওয়া হচ্ছে। তিনটি সেন্সর থাকছে, সেই সঙ্গে থাকছে LED ফ্ল্যাশ। আগের মডেলে ফোনের তিনটি ক্যামেরা যেখানে এক লাইনে ছিল, সেখানে এই নতুন ফোনে তিনটি ক্যামেরা দেওয়া হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপের ক্যামেরা আইল্যান্ডে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে থাকছে সেন্ট্রালি প্লেস করা হোল-পাঞ্চ কাটআউট। ডিসপ্লেয় কিছু পাতলা বেজ়েলও থাকছে।
Redmi K70 ফোনের বাঁ-দিকে দেওয়া হচ্ছে পাওয়ার বাটন এবং একটি ভলিউম রকার। পাওয়ার বাটনটিকে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজে লাগাতে পারেন।
এদিকে চিনের বাইরে অন্যান্য দেশে Redmi K60 লঞ্চ করা হয়েছিল POCO F5 নামে। সেই কারণেই মনে করা হচ্ছে, Redmi K70 চিন বাদ দিয়ে ভারত সহ অন্যান্য দেশে Poco F6 নামে লঞ্চ করা হতে পারে। ভারত, ইউরোপ এবং অন্যান্য মার্কেটে খুব সম্ভবত এই নামেই লঞ্চ করা হবে ফোনটি। তবে Xiaomi-র তরফ থেকে Redmi K70 সিরিজ় সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি।
চিনে Redmi K70 যখন লঞ্চ করা হয়েছিল, তখন তার দাম ছিল CNY 2,499 বা 30,000 টাকা প্রায়। এই দাম ধার্য করা হয়েছিল ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের জন্য। এখন দেখার Redmi K70 ভারতে কবে নাগাদ লঞ্চ করে, কী নামে তা লঞ্চ করে এবং দামই বা কত হতে পারে।
