রেডমি নোট ১০টি ৫জি লঞ্চ হয়েছে ভারতে। এই নিয়ে রেডমি নোট ১০ সিরিজের পঞ্চম মডেল লঞ্চ হল ভারতে। এর আগে রেডমি নোট ১০, রেডমি নোট ১০ প্রো, রেডমি নোট ১০ প্রো ম্যাক্স এবং রেডমি নোট ১০এস লঞ্চ হয়েছিল। রেডমি নোট ১০টি ৫জি- র হাত ধরেই ভারতে প্রথম ৫জি স্মার্টফোন লঞ্চ করল শাওমির ব্র্যান্ড রেডমি। এর আগে ইউরোপে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১০ ৫জি। বলা হচ্ছে, ওই ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সান ভারতে লঞ্চ হওয়া রেডমি নোট ১০ তজি ফোন। অনেকে আবার বলছেন, পোকো এম৩ প্রো ৫জি ফোনেরও রিব্র্যান্ডেড ভার্সান হল রেডমির এই মডেল। জানা গিয়েছে, রেডমি নোট ১০টি ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা এবং হোল পাঞ্চ ডিসপ্লে ডিজাইন। সেই সঙ্গে রয়েছে MediaTek Dimensity ৭০০ প্রসেসর।
ভারতে রেডমি নোট ১০টি ৫জি ফোনের দাম কত?
রেডমি নোট ১০টি ৫জি ফোনের বিভিন্ন ফিচার
১। ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ এবং MIUI- এর সাহায্যে। এখানে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। রিফ্রেশ রেট ৯০Hz।
২। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
৩। এই ফোনের ব্যাটারি ৫০০০mAh। তার সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ফোনের ওজন ১৯০ গ্রাম। ফোনের বক্সে থাকছে একটি ২২.৫ ওয়াটের চার্জার। এই ফোনে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
আরও পড়ুন- Poco M3: ৪ জিবি র্যাম- সহ ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার