
নতুন ফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে একটি Redmi স্মার্টফোন পেয়ে যাবেন খুবই কম দামে। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এই মুহূর্তের শক্তিশালী 5G হ্যান্ডসেট Redmi Note 11 Pro+ এর উপরে মোটা অঙ্কের ছাড় দিচ্ছে। মিড-রেঞ্জ ফোনটি আপনি এখন পেয়ে যেতে পারেন 19,999 টাকায়। এদিকে 5 জানুয়ারি লঞ্চ করতে চলেছে Redmi Note 12 Series। তার কয়েক দিন আগেই আগের প্রজন্মের Redmi Note 11 Pro+ কম দামে বিক্রির সিদ্ধান্ত কোম্পানির স্টক খালি করার স্ট্র্যাটেজি ছাড়া আর কিসসু নয়। এখন এই ফোনের দাম কত কমল, কেন এই ফোন এখনও আপনার জন্য সেরা অপশন হতে পারে, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Redmi Note 11 Pro+ কত কম দামে কিনতে পারবেন
Redmi Note 11 Pro+ ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল 20,999 টাকা দামে। Amazon থেকে আপনি যদি ফোনটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন 1,000 টাকা ছাড়। অর্থাৎ ফোনের দাম হাজার টাকা কমিয়েছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। ফলে ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন 19,999 টাকায়। তবে অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার থাকছে 2,000 টাকার অতিরিক্ত ছাড়, যদি আপনার কাছে ICICI Bank-এর ক্রেডিট অথবা ডেবিট কার্ড থাকে। তাহলে সব মিলিয়ে আপনি Redmi Note 11 Pro+ পেয়ে যাচ্ছেন মাত্র 17,999 টাকায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি Redmi Note 11 Pro+ কেনা ঠিক হবে নাকি Redmi Note 12 Pro+ এর জন্য অপেক্ষা করে যাওয়া উচিত?
Redmi Note 11 Pro+ কেন কিনবেন
1) Redmi Note 11 Pro+ এই মুহূর্তের অত্যন্ত শক্তিশালী একটি হ্যান্ডসেট, যার ব্যাটারি লাইফ দুর্দান্ত এবং বেশ ভাল একটি ডিসপ্লেও রয়েছে। একনজরে এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
2) এই ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর সুরক্ষা।
3) পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হচ্ছে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসরের সাহায্যে।
4) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 108MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স।
5) 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, ফোনের ব্যাটারি মাত্র 15 মিনিটে 50 শতাংশ চার্জ হয়ে যায় এবং ফুল চার্জ হতে সময় নেয় 42 মিনিট।
Redmi Note 12 Pro+ ভারতে কত দামে লঞ্চ হতে পারে
চিনে Redmi Note 12 Pro+ লঞ্চ করা হয়েছে CNY 2,099 দামে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 24,900 টাকা। এই একই দামে ভারতে ফোনটি লঞ্চ হতে পারে। এখন এই দামেই যদি ফোনটি ভারতে আসে তাহলে তার আগের প্রজন্মের তুলনায় দামের ফারাকটাও অনেক বেশিই হবে। তবে নতুন ফোনের দাম আগের মডেলের তুলনায় 5,000 টাকা বেশি হলে তাতে কী আকর্ষণীয় ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে, তা-ও আন্দাজ করা যাচ্ছে।