Redmi Note 12 5G: একদম সস্তা হয়ে গেল Redmi-র এই পপুলার স্মার্টফোন, মিলছে প্রায় 3500 টাকা অবধি ছাড়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 04, 2023 | 11:44 AM

Redmi Note 12 5G Offers: Mi.com-এর অফিসিয়াল পেজ থেকে জানা গিয়েছে, কোম্পানিটি Redmi Note 12 5G-তে প্রচুর টাকা ছাড় দিচ্ছে। আপনি অনেক কমে এই ফোনটি কিনে নিতে পারবেন। Redmi Note 12 5G-এর আসল দাম 16,999 টাকা।

Redmi Note 12 5G: একদম সস্তা হয়ে গেল Redmi-র এই পপুলার স্মার্টফোন, মিলছে প্রায় 3500 টাকা অবধি ছাড়

Follow Us

Redmi Note 12 5G Offers: কম দামের ফোনের তালিকায় Xiaomi-এর ফোন বোশ প্রথম দিকেই রয়েছে। Xiaomi তার সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের জন্য বেশ জনপ্রিয়। কোম্পানিটি প্রায় সব রেঞ্জের ফোনই অফার করে। আর অনেকেই হয়তো জানেন, কম দামের ফোনেও দুর্দান্ত সব ফিচার দেয় কোম্পানিটি। Mi.com-এর অফিসিয়াল পেজ থেকে জানা গিয়েছে, কোম্পানিটি Redmi Note 12 5G-তে প্রচুর টাকা ছাড় দিচ্ছে। আপনি অনেক কমে এই ফোনটি কিনে নিতে পারবেন। Redmi Note 12 5G-এর আসল দাম 16,999 টাকা। আপনি ফোনটি অনেক কমে কিনতে পারবেন।

এতে কত টাকা ছাড় পাবেন?

এই ফোনটিতে কোম্পানির তরফ থেকে 2,000 টাকা কমানো হয়েছে। অর্থাৎ আপনি Redmi Note 12 5G ফোনটি মাত্র 14,999 টাকায় কিনে নিতে পারবেন। আপনি যদি HDFC বা ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনাকাটা করেন, তবে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান ছাড় পাবেন। এছাড়াও, যদি আপনার কাছে একটি পুরনো Redmi বা Xiaomi-এর ফোন থাকে, তাহলে আপনি এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন। এই অফারের অধীনে 1,500 টাকা ছাড় পাবেন। তবে তার জন্য আপনার পুরনো ফোনটির অবস্থা ভাল থাকতে হবে।

এই ফোনের বিশেষত্ব কী?

Xiaomi Redmi Note 12 5G-তে একটি 6.67-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লেতে 1200 nit ব্রাইটনেস সাপোর্ট করে। সুরক্ষার জন্য, ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। এই ফোনের ক্যামেরার দিকে কোম্পানিটি বিশেষ নজর দিয়েছে। Redmi Note 12 5G-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও, এতে 8 মেগাপিক্সেল আল্ট্রাভাইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার সেন্সর রয়েছে। ভিডিয়ো কলিংয়ের জন্য, এই রেডমি ফোনে একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Redmi Note 12 5G ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে কাজ করে। Redmi-এর এই ফোনে Snapdragon 4 Gen1 6nm Octa Core 5G প্রসেসর দেওয়া হয়েছে। এখানেই শেষ না, Redmi Note 12 5G-তে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অর্থাৎ আপনাকে বার বার চার্জ করতে হবে না।

Next Article