পকেট-বান্ধব Redmi Note 12, Redmi 12C লঞ্চ হল ভারতে, দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 31, 2023 | 11:51 AM

Redmi Note 12 Price: Redmi 12C-এর প্রারম্ভিক দাম 8,999 টাকা। আর Redmi Note 12 ফোনটি দু'টি স্টোরেজে রয়েছে, 64GB স্টোরেজ সহ 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ 6GB RAM, যার দাম যথাক্রমে 14,999 এবং 16,999 টাকা।

পকেট-বান্ধব Redmi Note 12, Redmi 12C লঞ্চ হল ভারতে, দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

Follow Us

Redmi 12C Price: বেশ কয়েকদিন অপেক্ষার পর অবশেষে Redmi India ভারতে Redmi Note 12 4G এবং Redmi 12C লঞ্চ করেছে। এই দুটিই 4G স্মার্টফোন এবং উভয়ের দামই 15,000 টাকার কম। Redmi Note 12 4G ও Redmi 12C-এর সমস্ত ফিচার দেখে নিন। Redmi 12C সহ একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে এবং পিছনের প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরাও রয়েছে। এছাড়াও, ফোনের পিছনের প্যানেলে একটি টেক্সচার রয়েছে, যা ফোনার গ্রিপিংকে ভাল করে তুলবে। তবে চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফোনের ফিচার ও স্পেসিফিকেশন। কিন্তু তার আগে আপনার জন্য় একটি সুখবর রয়েছে। এই নতুন ফোন দু’টিতে আপনি অফারও পেয়ে যাবেন। আর দেরি না করে বিস্তারিত জেনে নিন।

Redmi 12C-এর দাম:

Redmi 12C-এর প্রারম্ভিক দাম 8,999 টাকা। এই দামে আপনি 4 GB RAM ও 64 GB স্টোরেজ পেয়ে যাবেন। একই সময়ে, 6 GB RAM সহ 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা। Redmi 12C ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন, রয়্যাল ব্লু এবং ল্যাভেন্ডার পার্পল রঙয়ে কেনা যাবে। এই নতুন ফোনে আপনি ব্যাঙ্ক অফার পেয়ে যাবেন। এই ব্যাঙ্ক অফারের অধীনে 500 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। অফারের পরে উভয় ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে 8,499 টাকা এবং 10,499 টাকা। Redmi 12C-এর বিক্রি 6 এপ্রিল দুপুর 12 টায় Flipkart, Amazon এবং কোম্পানির সাইট এবং সেইসঙ্গে যে কোনও অফলাইন দোকানে শুরু হবে।

Redmi Note 12 4G-এর দাম:

এই ফোনটি তিনটি রঙয়ে কিনতে পারবেন। তা হল লুনার ব্ল্যাক, ফ্রস্টেড আইস ব্লু এবং সানরাইজ গোল্ড। ফোনটি দু’টি স্টোরেজে রয়েছে, 64GB স্টোরেজ সহ 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ 6GB RAM, যার দাম যথাক্রমে 14,999 এবং 16,999 টাকা। ICICI ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে কিনলে 1,000 টাকা ছাড় পেয়ে যাবেন। এই ফোনটি কিনলে 1,500 টাকার লয়্যালটি ডিসকাউন্টও পাবেন। ফোনটি Amazon India, কোম্পানির অফিসিয়াল সাইট এবং রিটেল স্টোর থেকে 6 এপ্রিল দুপুর 12টা থেকে কেনা যাবে। উভয় ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

Redmi 12C-এর স্পেসিফিকেশন:

Redmi 12C-এ একটি 6.71-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যার ব্রাইটনেস 500 নিট। এতে রয়েছে Android 12 ভিত্তিক MIUI 13। ফোনটিতে MediaTek Helio G85 প্রসেসর রয়েছে। এছাড়াও, এতে রয়েছে 6 GB পর্যন্ত RAM এর সাথে 5 GB পর্যন্ত ভার্চুয়াল RAM এবং 128 GB পর্যন্ত স্টোরেজ। ক্যামেরার জন্য 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এতে একটি 3.5mm হেডফোন জ্যাক ও চার্জ করার জন্য একটি মাইক্রো USB পোর্ট রয়েছে। ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যার 10W চার্জিং সাপোর্ট করে। ফোনটি IP52 রেটিংও পেয়েছে। ফোনটির ওজন 192 গ্রাম। কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS।

Redmi Note 12 4G-এর স্পেসিফিকেশন:

Redmi Note 12 4G-এ একটি 6.67-ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা (2400 x 1080 পিক্সেল) রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, যার 240Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। স্মার্টফোনে Android 13 ভিত্তিক MIUI 14 ব্যবহার করা হয়েছে। Redmi Note 12 4G-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পাওয়া যায়। সেলফির জন্য ফোনটিতে 13-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। Redmi Note 12 4G-এ রয়েছে একটি 5,000mAh ব্যাটারি এবং 33W দ্রুত চার্জিং সোপোর্ট করে ফোনটি IP53 রেটিং সহ আসে। কানেকশনের জন্য, ফোনটিতে Wi-Fi, Bluetooth 5.0, 3.5mm অডিয়ো জ্যাক এবং USB Type-C পোর্টের সাপোর্ট রয়েছে।

Next Article