Redmi Note 12 Pro 5G এখন বিরাট 12GB RAM + 256GB স্টোরেজে পাওয়া যাবে, দাম 28,999 টাকা
Redmi Note 12 Pro 5G ফোনের এই নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট অর্থাৎ 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা। Mi এর অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট থেকে ফোনটি আপনি ক্রয় করতে পারবেন।
Redmi Note 12 Pro 5G ফোনের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হল ভারতে। নতুন স্টোরেজ ও RAM কনফিগারেশন সহযোগেই হাজির হল ফোনটি। চলতি বছরের জানুয়ারি মাসে এই রেডমি ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। সেই সময় ফোনটি মোট তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল: 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ। এখন এই জনপ্রিয় 5G স্মার্টফোনেরই আরও একটি নতুন ভার্সনের আগমন হল ভারতের বাজারে। আর সেটি হল 12GB RAM + 256GB স্টোরেজ মডেল। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসরের সাহায্যে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি থাকছে। ফোনের ফিচার ও স্পেসিফিকেশন প্রায় একই থাকছে, কেবল নতুন স্টোরেজ ও র্যাম পেয়েছে ফোনটি।
Redmi Note 12 Pro 5G: কত দাম নতুন ভার্সনের?
Redmi Note 12 Pro 5G ফোনের এই নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট অর্থাৎ 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা। Mi এর অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট থেকে ফোনটি আপনি ক্রয় করতে পারবেন। এর আগে ফোনের আর যে স্টোরেজ মডেলগুলি এসেছিল, সেই 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 23,999 টাকা, 24,999 টাকা এবং 26,999 টাকা।
আগের অন্যান্য ভ্যারিয়েন্টগুলির মতোই এই নতুন মডেলটিও ফ্রস্টেড ব্লু, স্টারডাস্ট পার্পল এবং অনিক্স ব্ল্যাক শেড এই তিনটি রঙে পাওয়া যাবে।
Redmi Note 12 Pro 5G: ফিচার ও স্পেসিফিকেশন
ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির ফুল HD AMOLED ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1,080×2,400 পিক্সেল। হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং তার টাচ স্যাম্পলিং রেট 240Hz। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3 এর সুরক্ষা।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসরের সাহায্যে, যা এখন পেয়ার করা থাকছে 12GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে একটি MIUI 13 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।
রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50MP Sony IMX766। এই সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।