
বিভিন্ন অনলাইন সাইটগুলিতে প্রচুর অফার চলছে। দীপাবলি উপলক্ষ্যে যে সেল চলছিল, তা শেষ হয়ে গেলেও অফার শেষ হয়নি। তাই আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে এখনও কিনে নিতে পারেন। সেল শেষ হয়ে গিয়েছে বলে আফসোস করার কিচ্ছু নেই। Xiaomi-এর একটি জনপ্রিয় 5G স্মার্টফোনে প্রচুর টাকা ছাড় দিচ্ছে Flipkart। দেখে নেওয়া যাক কোন ফোনে আপনি এই ছাড় পাবেন। আর এতে কী কী অফার রয়েছে। আপনি কম দামে Flipkart থেকে Xiaomi এর Redmi Note 12 Pro 5G কিনতে পারেন । Redmi Note 12 Pro 5G-এর 8GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম 23,999 টাকা। তবে বিক্রি করা হচ্ছে 21,999 টাকায়। এই ফোনটিতে অনেক ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার রয়েছে। আর সেই সব অফারের পরে ফোনের দাম অনেকটাই কমবে।
Redmi Note 12 Pro 5G-তে কী কী অফার পাবেন?
আপনি যদি Flipkart Axis Bank কার্ড ব্যবহার করে এই Redmi ফোনটি কেনেন, তাহলে আপনি 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন। নির্বাচিত কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড সহ Redmi Note 12 Pro 5G-তে 3000 টাকার ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে। আপনি যদি আপনার পুরনো ফোন দিয়ে Redmi Note 12 Pro 5G কেনেন, তাহলে আপনি 22,150 টাকা ছাড় পেয়ে যাবেন। তবে এই পুরো টাকা ছাড় পাওয়ার জন্য আপনাকে একটি বিশেষ শর্ত মেনে চলতে হবে। আপনি তখনই এই পুরো টাকাটা ছাড় পাবেন, যখন আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা ভাল হবে। যদি ফোনের মডেল অনেক পুরনো হয়, তবে ফোনে পাওয়া এক্সচেঞ্জ অফারও কমতে পারে।
Redmi Note 12 Pro 5G-এর ফিচার: