5 জানুয়ারি ভারতে আসছে Redmi Note 12 Pro+ 5G, দেশের প্রথম 200MP ক্যামেরা ফোন, আর কী চমক?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 18, 2022 | 12:41 PM

Redmi Note 12 Pro+ ভারতে আসছে 5 জানুয়ারি। এটিই দেশের প্রথম স্মার্টফোন যাতে 200MP Samsung HPX সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির সেরার সেরা কিছু ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য এখনই জেনে নিন।

5 জানুয়ারি ভারতে আসছে Redmi Note 12 Pro+ 5G, দেশের প্রথম 200MP ক্যামেরা ফোন, আর কী চমক?
নতুন ফোন নিয়ে আসছে রেডমি।

Follow Us

Redmi Note 12 Pro+ ভারতে শীঘ্রই লঞ্চ করতে চলেছে। Xiaomi-র তরফে ঘোষণা করা হয়েছে, 5 জানুয়ারি, 2023 ফোনটি ভারতের বাজারে নিয়ে আসা হবে। সম্প্রতি চিনে Redmi Note 12 Series-এ মোট চারটি ফোন লঞ্চ করেছে Xiaomi। তবে সেই চারটি ফোনই ভারতের বাজারে নিয়ে আসা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত বার্তা এখনও পর্যন্ত মেলেনি। যদিও Redmi Note 12 Pro+ যে ভারতে লঞ্চ করছে, সেটুকু নিশ্চিত হওয়া গিয়েছে। সেই ফোনে থাকছে 200MP প্রাইমারি ক্যামেরা। 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ফোনটি। দীর্ঘ প্রতীক্ষিত Redmi Note 12 Pro+ 5G ফোনের বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

ডিসপ্লে, ডিজ়াইন

রেডমি সিরিজ়ের নতুন ফোনটিতে রয়েছে বক্সি ডিজ়াইন। একটি অফিসিয়াল ছবি কোম্পানির তরফে ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে। সেখানে ফোনের ডিসপ্লেতে একটি ছোট্ট পাঞ্চ-হোল ক্যামেরা দেখা গিয়েছে। Redmi Note 12 Pro+ ফোনে রয়েছে 6.67 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এই ডিসপ্লে প্যানেলটি 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং HDR10+ ডলবি ভিশন সাপোর্ট করবে। এছাড়াও ডিসপ্লেটি 900 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

চিপসেট, এক্সট্রা

পারফরম্যান্সের জন্য Redmi Note 12 Pro+ ফোনে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর দেওয়া হয়েছে। এই একই প্রসেসর Realme 10 Pro+ ফোনেও ছিল। এই রিয়েলমি ফোনের দাম যেখানে 24,999 টাকা, মনে করা হচ্ছে সেই একই দামে Redmi Note 12 Pro+ লঞ্চ করা হবে ভারতে।

সিকিওরিটির জন্য এই ফোনে রয়েছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রয়েছে স্টিরিও স্পিকার্সও। X-axis লিনিয়ার রয়েছে এই স্মার্টফোনে, যা আরও ভাল হ্যাপটিক ফিডব্যাক দিতে পারবে। বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের রিটেল বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি 120W ফাস্ট চার্জার। রেডমি-র তরফে দাবি করা হচ্ছে, মাত্র 19 মিনিটের মধ্যেই ফোনটি 0-100% পর্যন্ত চার্জ করতে পারে।

ক্যামেরা

Redmi Note 12 Pro+ ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল তার ক্যামেরা ডিপার্টমেন্ট। ভারতের প্রথম কোনও স্মার্টফোন, যাতে 200MP Samsung HPX সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সর f/1.65 অ্যাপার্চার, 7P লেন্স, ALD কোটিং এবং OIS সাপোরপ্ট করে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে আর দুটি সেন্সরের একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং অপরটি 2MP ম্যাক্রো ইউনিট। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।

Next Article
Nokia C31 লঞ্চ হল ভারতে, মাত্র 9,999 টাকায় Google ক্যামেরা, আর কী ফিচার?
Android 13 আপডেট পেয়ে গেল জনপ্রিয় Oppo স্মার্টফোন, কী সুবিধা?