Xiaomi ভারতে নতুন স্মার্টফোন নিয়ে আসছে। Redmi Note 13 5G সিরিজ়ে সেই নতুন ফোন নিয়ে আসা হচ্ছে। 4 জানুয়ারি দেশে লঞ্চ করা হবে নতুন ফ্ল্যাগশিপ সিরিজ়টি। মিড-রেঞ্জ স্মার্টফোন সিরিজ়টি এর আগে চিনে লঞ্চ করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে তা বেশ জনপ্রিয়ও হয়েছিল। ফ্ল্যাগশিপ সিরিজ়টি ভারতে মোট তিনটি ফোন নিয়ে আসছে- Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro+ 5G। এখন বহু প্রতীক্ষিত এই ফ্ল্যাগশিপ সিরিজ় আসার আগেই জানা গেল ফোনগুলির দাম ও অন্যান্য তথ্য।
Redmi Note 13 সিরিজ়ের ফোনগুলির দাম
টিপস্টার অভিষেক যাদব Redmi Note 13 5G সিরিজ়ের দামগুলি X প্ল্যাটফর্মে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, Redmi Note 13 5G ফোনের এক্কেবারে বেস মডেল অর্থাৎ 6GB RAM/128GB স্টোরেজ মডেলের দাম 20,999 টাকা। তার ঠিক পরেই রয়েছে 8GB RAM/256GB স্টোরেজ মডেল, যার দাম 22,999 টাকা। এক্কেবারে শেষ অর্থাৎ 12GB RAM/256GB স্টোরেজ স্পেসটি পাওয়া যাবে 24,999 টাকায়। অভিষেক যাদব আরও জানিয়েছেন, এই ফোনটি প্রিজ়ম গোল্ড, আর্কটিক হোয়াইট এবং স্টিলথ্ ব্ল্যাক এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে।
এই সিরিজ়ের প্রো মডেলটি অর্থাৎ Redmi Note 13 Pro 5G পাওয়া যাবে মোট দুটি ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 8GB RAM/256GB মডেলটি পাওয়া যাবে 28,999 টাকায় এবং 12GB RAM/256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 32,999 টাকায়। আর্কটিক হোয়াইট, কোরাল পার্পল এবং মিডনাইট ব্ল্যাকের মতো একাধিক কালার অপশনে পাওয়া যাবে ফোনটি।
এক্কেবারে শেষ ফোনটি হল Redmi Note 13 Pro+ 5G। হ্যান্ডসেটটি মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তাদের মধ্যে 8GB RAM/256GB স্টোরেজ স্পেসের দাম 33,999 টাকা এবং 12GB RAM/512GB স্টোরেজ মডেলের দাম 37,999 টাকা। এই প্লাস মডেলের মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে – ফিউসন হোয়াইট, ফিউসন পার্পল এবং ফিউসন ব্ল্যাক।