Jio Bharat Phone: মাত্র 999 টাকায় নতুন ‘স্মার্ট’ ফিচার ফোন নিয়ে এল Reliance Jio, রয়েছে UPI
Jio Bharat 4G ফোনের বিক্রিবাট্টা শুরু হবে 7 জুলাই, 2023 থেকে। কোম্পানির তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে, দেশের সমস্ত রিটেল দোকান থেকেই জিও ভারত ফোনগুলি বিক্রয় করা হবে।
Reliance Jio এবার কম দামি একটি চমৎকার 4G ফিচার ফোন লঞ্চ করল। সেই ফোনের নাম Jio Bharat 4G Phone। সস্তার এই ফোন লঞ্চের পিছনে কোম্পানির একটাই উদ্দেশ্য ‘2G মুক্ত ভারত’। দেশি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Karbonn-এর সঙ্গে জুটি বেঁধে এই Jio Bharat 4G Phone লঞ্চ করা হয়েছে। মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি আরও জানিয়েছে, শীঘ্রই অন্যান্য ব্র্যান্ডও তাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে জুটি বেঁধে সস্তার মডেল লঞ্চ করবে। ফোনের দাম খুবই কম, মাত্র 999 টাকা।
Jio Bharat 4G ফোনের বিক্রিবাট্টা শুরু হবে 7 জুলাই, 2023 থেকে। কোম্পানির তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে, দেশের সমস্ত রিটেল দোকান থেকেই জিও ভারত ফোনগুলি বিক্রয় করা হবে।
সদ্য লঞ্চ হওয়া এই Jio Bharat ফোনটি দেখতে অন্যান্য ফিচার ফোনের মতোই। তবে এটি একটি স্মার্ট 4G ফোন, যাতে কিপ্যাড রয়েছে এবং স্ক্রিনের ঠিক নিচেই রয়েছে Bharat ব্র্যান্ডিং। ফোনের রিয়ার প্যানেলে রয়েছে ক্যামেরা এবং একটি স্পিকারও দেওয়া হয়েছে। Jio Bharat ফোনের মাধ্যমে দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। আবার যেমন ছবি তোলা যাবে, তেমনই আবার JioPay-র মাধ্যমে UPI পেমেন্টও করা যাবে। এন্টারটেইনমেন্টের জন্যও একাধিক অপশন রয়েছে। কারণ, JioCinema, JioSaavan এবং FM Radio-র সাপোর্ট থাকছে।
Jio Bharat 4G ফোনের মোট দুটি মডেল লঞ্চ করা হয়েছে এই মুহূর্তে। তাদের মধ্যে একটি ফোনেক ব্যাক কভারে রয়েছে Jio লোগো। আবার আর একটি মডেলের পিছনে রয়েছে Karbonn লোগো। ফোনটির দুটি কালার অপশন রয়েছে – নীল ও লাল।
Jio Bharat Plan
এদিকে Reliance Jio আবার দুটি Jio Bharat প্ল্যানও লঞ্চ করেছে। সেই দুটি প্ল্যান রিচার্জ করতে গ্রাহকদের যথাক্রমে 123 টাকা ও 1234 টাকা খরচ করতে হবে। এদের মধ্যে সস্তার প্ল্যানটিতে সব মিলিয়ে 14GB ডেটা অফার করা হবে এবং বেশি দামের প্ল্যানটিতে মোট 168GB ডেটা অফার করা হবে। সেই সঙ্গেই আবার আনলিমিটেড কলিংয়ের অফার তো রয়েইছে। মনে রাখতে হবে, এই প্ল্যানগুলি কেবলই Jio Bharat 4G ফোন ব্যবহারকারীদের জন্যই নিয়ে আসা হয়েছে।