Remove Colour Stains From Mobile: গায়ের রং ধুয়েছেন জল দিয়ে, স্মার্টফোনে লেগে থাকা কালার তুলবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 09, 2023 | 12:15 PM

Holi 2023: ফোনে রঙের ছাপ (Colour Stains) পড়ে গিয়ে দেখতে খারাপ লাগছে? তবে এখানে কিছু টিপস (Tips and Tricks) জানানো হবে, যার মাধ্যমে আপনি সহজেই ফোনের বা ফোনের ব্যাক কভারে (Mobile Back Cover) লাগা রং নিমেষেই তুলে ফেলতে পারবেন।

Remove Colour Stains From Mobile: গায়ের রং ধুয়েছেন জল দিয়ে, স্মার্টফোনে লেগে থাকা কালার তুলবেন কীভাবে?

Follow Us

Mobile Tips To Remove Colour Stains: হোলিতে নিজের ইচ্ছামত স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেছেন। ছবি তুলেছেন, ভিডিয়ো করেছেন। কিন্তু বাড়ি আসার পরেই দেখছেন, স্মার্টফোনের বিভিন্ন আনাচে-কানাচে রং লেগে গিয়েছে। স্পিকার থেকে শুরু করে হেডফোন জ্যাক, সবেতেই আবির ঢুকে গিয়েছে। ফোনে শুনতে পাচ্ছেন না, হেডফোন জ্যাক কাজ করছে না, এমনকি ফোনে চার্জও হচ্ছে না। আবার সব কিছুই ঠিকঠাক কাজ করছে, কিন্তু রং হাতে বারবার ফোনটি ধরার ফলে, ফোনে রঙের ছাপ (Colour Stains) পড়ে গিয়ে দেখতে খারাপ লাগছে। আর এসব দেখে মনে মনে ভাবছেন, হোলি তো চলে গিয়েছে, কিন্তু স্মার্টফোন বা ফোনের কভারের রং উঠবে কীভাবে। তবে আপনার এই চিন্তা দূর করতে এখানে এমন কিছু টিপস (Tips and Tricks) জানানো হবে। যার মাধ্যমে আপনি সহজেই ফোনের বা ফোনের ব্যাক কভারে (Mobile Back Cover) লাগা রং নিমেষেই তুলে ফেলতে পারবেন।

 

একটি নরম কাপড় বা মাইক্রোফাইবার ব্যবহার করুন:

আপনার স্মার্টফোনটি পরিষ্কার করতে একটি নরম, লিন্ট-মুক্ত কাপড় বা মাইক্রোফাইবার ব্যবহার করুন। রুক্ষ কাপড়, তোয়ালে, টিস্যু ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে ফোনে দাগ পড়ে যেতে পারে। আগে নরম কাপড়টি দিয়ে ফোনটিকে ভালভাবে মুছে নিন। আনাচে-কানাচে লেগে থাকা রংও ধীরে ধীরে মুছুন।

টুথপেস্ট ও ডিশ সোপ ব্য়বহার করুন:

মোবাইল কভারে রং লেগে থাকলে তা পরিষ্কার করতে, একটি পাত্রে কিছুটা টুথপেস্ট, বাসন পরিষ্কার করার তরল সাবান, অল্প নুন এবং কিছুটা ভিনেগার নিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণের মধ্যে কভারটি 10-12 মিনিট ডুবিয়ে রাখুন। তারপর কভারটি তুলে নিয়ে ভাল করে পরিষ্কার জলে ধুয়ে নিন।

 

বেকিং সোডা দিয়ে মুছুন:

রং হাতে বারবার ফোনটি ধরেছেন। আর তাতে প্রচুর রং লেগে গিয়েছে। সেই রং তুলতে বেকিং সোডা খুব কার্যকরী। ফোনের কভারে কিছুটা বেকিং সোডা ছিটিয়ে নিন, একটি ভেজা টুথব্রাশ ব্যবহার করে দাগের জায়গাগুলি ভালভাবে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন এবং নরম কাপড় দিয়ে মুছে নিন।

গরম জল ও ডিশ সোপ-এর মিশ্রনে ডুবিয়ে রাখুন:

কিছুটা হালকা গরম জল নিন। তাতে কয়েক ফোঁটা বাসন পরিষ্কার করার তরল সাবান মেশান। এবার ফোনের কভারে এই মিশ্রণটা ঢেলে একটি টুথব্রাশ দিয়ে ভালভাবে ঘষুন। পরিষ্কার হয়ে গেলে জল দিয়ে ধুয়ে, নরম কাপড় দিয়ে মুছে নিন। আর দেরি না করে স্মার্টফোন বা ফোনের কভারে লেগে থাকা রং এই উপায়ে তুলে ফেলুন।

Next Article