Samsung Galaxy A03: ভারতে কবে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ০৩? সম্ভাব্য দামই বা কত হতে পারে?
স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে থাকতে পারে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
![Samsung Galaxy A03: ভারতে কবে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ০৩? সম্ভাব্য দামই বা কত হতে পারে? Samsung Galaxy A03: ভারতে কবে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ০৩? সম্ভাব্য দামই বা কত হতে পারে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/02/Samsung-Galaxy-A03.jpg?w=1280)
স্যামসাং গ্যালাক্সি এ০৩ (Samsung Galaxy A03) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের (Samsung galaxy A Series) এই ফোন ভারতে লঞ্চ হতে পারে চলতি মাস ফেব্রুয়ারি বা পরের মাস মার্চে। ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনের সম্ভাব্য দাম কত হতে পারে সেই বিষয়েও আভাস পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, মাঝামাঝি রেঞ্জেরই ফোন হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ০৩। অর্থাৎ দাম খুব চড়াও হবে না। আবার খুব কমও না। গত বছর নভেম্বর মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল এই ফোন। সেখানে ছিল একটি Unisoc T606 chipset। এছাড়াও ছিল ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে আবার ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর ছিল। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি ছিল। ৯১মোবাইলস সংস্থা জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মার সঙ্গে যুক্ত হয়ে জানিয়েছে যে স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে চলতি মাসে বা পরের মাসের শুরুতে। এছাড়াও জানা গিয়েছে এই ফোনের সম্ভাব্য দাম।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনের দাম কত হতে পারে?
শোনা যাচ্ছে, ভারতে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের ফোন গ্যালাক্সি এ০৩- এর দাম ১২ হাজার টাকার আশপাশে হতে পারে। অনুমান, এই ফোন ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সমেত লঞ্চ হতে পারে। এছাড়াও শোনা গিয়েছে যে, কালো এবং লাল এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোন।
স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে।
- এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর Unisoc T606 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনের প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে সর্বোচ্চ ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত অবনোর্ড স্টোরেজ।
- স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোন ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সমেত লঞ্চ হতে পারে ভারতে।
- স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে থাকতে পারে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই ফোনে থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)