মাত্র 14,999 টাকা বাজারে এল Samsung Galaxy A05s, রয়েছে দুর্দান্ত সব ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 18, 2023 | 4:53 PM

Samsung Galaxy A05s Price: ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একটি 50MP প্রধান ক্যামেরা রয়েছে। এছাড়াও 2MP ম্যাক্রো ক্যামেরা এবং 2MP ডেপথ ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

মাত্র 14,999 টাকা বাজারে এল Samsung Galaxy A05s, রয়েছে দুর্দান্ত সব ফিচার

Follow Us

দীর্ঘ অপেক্ষার পর Samsung ভারতে একটি নতুন স্মার্টফোন Galaxy A05s লঞ্চ করেছে। এটিতে আপনি 4 বছরের সিকিওরিটি এবং 2 বছরের সফ্টওয়্যার আপডেট পেয়ে যাবেন। অর্থাৎ এই ফোনটি কিনলে আর চার বছর আপনাকে অন্য কোনও ফোনের কথা চিন্তা করতে হবে না। Galaxy A05s ভারতে বাজেট সেগমেন্টে Samsung লঞ্চ করেছে। আপনার বাজেট যদি কম থাকে, তাহলে আপনি এই ফোনটি কিনে ফেলতেই পারেন। দাম কম হওয়া সত্ত্বেও এতে প্রচুর ফিচার দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এক দাম কত, আর এতে কী কী ফিচার দেওয়া হয়েছে।

Samsung Galaxy A05s-এর দাম কত?

Samsung Galaxy A05s ফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজে বাজারে এসেছে। ফোনটির দাম 14,999 টাকা।

স্পেসিফিকেশন ও ফিচার:

Galaxy A05s স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 680 4G সাপোর্ট রয়েছে, যা 6nm ভিত্তিক চলে। ফোনটিতে Adreno 610 GPU সাপোর্ট করে। এছাড়াও, Android 13 অপারেটিং সিস্টেম সহ ফোনে One UI কাস্টম স্কিন সাপোর্ট দেওয়া হয়েছে। Samsung Galaxy A05s স্মার্টফোনটিতে একটি 6.7 ইঞ্চি PLS LCD ডিসপ্লে রয়েছে। ফোনটির রেজোলিউশন 1080×2400 পিক্সেল। ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট রয়েছে।

ক্যামেরার দিকেও বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি, ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একটি 50MP প্রধান ক্যামেরা রয়েছে। এছাড়াও 2MP ম্যাক্রো ক্যামেরা এবং 2MP ডেপথ ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ফোনটি 5000mAh ব্যাটারি সাপোর্ট সহ আসে। এছাড়াও 25W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এটি 4G কানেকশন সহ একটি স্মার্টফোন। এতে Wi-Fi, ডুয়াল ব্যান্ড সাপোর্ট এবং ব্লুটুথ 5.1 কানেকশন রয়েছে। ফোনটির পুরুত্ব 8.8mm। যখন ওজন 194 গ্রাম। ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট সহ আসে। ফোনটি নীল, হালকা সবুজ এবং হালকা বেগুনি এই তিনটি রঙে কিনতে পারবেন। তবে এই

Next Article