Samsung Galaxy A14 OFFER: ফোন খারাপ হলে নতুন ফোন আমাদের কিনতেই হয়। কিন্তু হুট করে ফোন খারাপ হয়ে গেলে একসঙ্গে 10,000 টাকারও বেশি খরচ করে একটা নতুন ফোন ক্রয় করা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না। তাছাড়া, দেশের এখনও একটা বড় অংশের মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। বিভিন্ন জরুরি কাজের জন্য তাঁরা নিজেদের ফিচার ফোন থেকে স্মার্টফোনে আপগ্রেড করতে চাইলে, একসঙ্গে মোটা টাকা খরচ করা সম্ভব হয় না। সেই কারণেই স্মার্টফোন ব্র্যান্ড থেকে শুরু করে ই-কমার্স প্ল্যাটফর্মগুলির নানাবিধ অফারের অপেক্ষায় বসে থাকতে হয় অনেককেই। আপনিও যদি সেই ক্যাটেগরির মানুষ হন, তাহলে চমৎকার একটা অফার রয়েছে। Samsung Galaxy A14 ফোনটি আপনি কল্পনারও কম দামে ক্রয় করতে পারেন। কত টাকার ছাড় পাবেন, কেনই বা এই ফোন কিনতে যাবেন, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।
ব্যাপক ছাড়ে Samsung Galaxy A14
Galaxy A14 হল এই মুহূর্তের স্যামসাংয়ের অত্যন্ত জনপ্রিয় একটি ফ্ল্যাগশিপ ফোন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ফোনটি ক্রয় করলেই এই মুহূর্তে সবথেকে আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। Samsung Galaxy A14 ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আপনাকে অফারটি দেওয়া হবে।
Samsung তার Galaxy A14 ফোনটি ভারতে লঞ্চ করেছিল মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই মডেলগুলি হল, 8GB + 128GB, 6GB + 128GB এবং 4GB + 64GB RAM ও স্টোরেজ ভার্সন। এই প্রত্যেকটি মডেলই এখন সংস্থার অফিসিয়াল সাইটে আপনি পেয়ে যাবেন। তবে, যে মডেলে ছাড় পাবেন সেটি Samsung Galaxy A14-র 4GB + 64GB মডেল। এমনিতে এই স্টোরেজ ভার্সনের দাম 18,499 টাকা। প্রাথমিক ভাবে এই ফোনের উপরে 2,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে 16,499 টাকা।
তবে আপনি চাইলে ফোনটি EMI অফারেও ক্রয় করতে পারেন। সেই অফারে Samsung Galaxy A14 ফোনটি বাড়ি নিয়ে আসতে আপনাকে প্রতি মাসে 727.25 টাকা খরচ করতে হবে। আর সেই দিক থেকে দেখতে গেলে আপনার প্রতিদিন 24 টাকা খরচ হচ্ছে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোন কিনতে।
Samsung Galaxy A14: কেন কিনবেন এই ফোন
1) একটি বড় 6.6 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রেজ়োলিউশন 1080 X 2408 পিক্সেলস।
2) সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক একটি অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.4Ghz।
3) ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে দুটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 13MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
4) ফোনটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে এবং বেশ বড় ও শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে।