2000 টাকা সস্তা হল Samsung Galaxy A22 5G, এবার আর দামের ভয়ে পিছিয়ে আসতে হবে না!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 04, 2022 | 8:29 PM

Samsung Galaxy A22 5G ফোনের দাম কমল ভারতে। এক ধাক্কায় 2,000 টাকা সস্তা হল ফোনটি। এই কম দামে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে ফোনটিতে, একবার দেখে নিন।

2000 টাকা সস্তা হল Samsung Galaxy A22 5G, এবার আর দামের ভয়ে পিছিয়ে আসতে হবে না!
Samsung Galaxy A22 5G-র দাম কমল ভারতে।

Follow Us

ভারতে স্যামসাংয়ের জনপ্রিয় একটি স্মার্টফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল। বেশি দামের কারণে Samsung Galaxy A22 5G ফোনটি এতদিন যাঁরা ক্রয় করতে পারছিলেন না, তাঁদের জন্যই এই সুখবর! এই গ্যালাক্সি হ্যান্ডসেটটি ভারতে 2,000 টাকা সস্তা হয়েছে। গ্যালাক্সি এ-সিরিজ়ের ফোনটি গত বছর জুলাই মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল। এতে রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে রয়েছে 48MP প্রাইমারি সেন্সর। রয়েছে একটি 8MP ফ্রন্ট-ফেসিং সেন্সর। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসরের সাহায্যে। শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy A22 5G: নতুন দাম

ফোনটি গত বছর মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এখন 2,000 টাকা সস্তা হওয়ার ফলে Galaxy A22 5G-র 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 17,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা। স্যামসাং ওয়েবসাইটে ইতিমধ্যেই এই নতুন দাম উপলব্ধ হয়ে গিয়েছে।

Samsung Galaxy A22 5G: স্পেসিফিকেশন ও ফিচার

এই স্যামসাং ফোনে রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ ইনফিনিটি-V ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হচ্ছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর 48MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 5MP আলট্রা ওয়াইড শুটার এবং একটি 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। 128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে ফোনটিতে। এছাড়াও একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।

কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে 5G, 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Next Article