স্যামসাং গ্যালাক্সি এ২২, ভারতে নাকি দ্রুত লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এই স্মার্টফোন। ইতিমধ্যেই ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্টে ইউরোপের বাজারে অভিষেক হয়েছে এই ফোনের। ভারতে লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ হল অনলাইনে। অনুমান, স্যামসাং গ্যালাক্সির এ২২ মডেল ৪জি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে ভারতে। যদিও ভারতে কবে স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোন লঞ্চ হবে সেই প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেননি। শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে MediaTek Helio G80 প্রসেসর থাকতে পারে। এছাড়াও একটি কোয়াড ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে ফোনের পিছনের অংশে। সেখানে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসর।
স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম
offline retail sources- এর একটি রিপোর্ট অনুসারে, 91Mobiles দাবি করেছে এই ফোনের দাম হতে পারে ১৮,৪৯৯ টাকা। এক্ষেত্রে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশন পাওয়া সম্ভব। এই সংস্থারই প্রকাশ করা একটি পোস্টারে দেখা গিয়েছে, কালো এবং মিন্ট রঙে লঞ্চ হতে পারে ফোন। ইউরোপে যে মডেল লঞ্চ হয়েছে তার সঙ্গে স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনের ভারতীয় মডেলের মিল রয়েছে বলে শোনা গিয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার
আরও পড়ুন- Vivo Y51A: ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ কনফিগারেশনে ভারতে এল নতুন মডেল