Samsung দেশের বাজারে সম্প্রতি নতুন ফোন নিয়ে এসেছে। একটি নয়, একসঙ্গে দুটি ফোন লঞ্চ করেছে ব্র্যান্ডটি। দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটির নতুন দুটি ফোনের নাম Samsung Galaxy A25 এবং Galaxy A15। দুটি ফোনেই সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং 6.5 ইঞ্চির AMOLED ডিসপ্লে। ফোন দুটি লঞ্চ আগেই হয়ে গিয়েছিল। এখন এই দুটি ফোনের বিক্রিবাট্টাও শুরু হয়ে গেল। 2 জানুয়ারি, মঙ্গলবার থেকেই ফোনটির প্রথম সেল শুরু হয়ে গেল।
এদের মধ্যে Samsung Galaxy A25 ফোনটি মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সেই 8GB+128GB এবং 8GB+256GB স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে 26,999 টাকা এবং 29,999 টাকা। ব্লু, ইয়েলো এবং ব্লু ব্ল্যাক এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। তবে এই ফোন কেনার ক্ষেত্রে সবথেকে বেশি লাভবান হবেন SBI কার্ড ব্যবহারকারীরা। তারা এই ফোনটি কিনলে পেয়ে যাবেন সরাসরি 3,000 টাকার ক্যাশব্যাক।
আবার, Galaxy A15 ফোনটিও পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 19,499 টাকা। অন্য দিকে 8GB+256GB স্টোরেজ ভার্সনটি পাওয়া যাবে মাত্র 22,499 টাকায়। এই স্মার্টফোনের মোট তিনটি কালার অপশন রয়েছে- ব্লু, লাইট ব্লু ও ব্লু ব্ল্যাক। কাস্টমাররা যাঁরা Galaxy A15 কিনবেন, তাঁদের জন্যও থাকছে SBI কার্ডের অফার। তাঁরা 1,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন।
Samsung Galaxy A25 এবং Galaxy A15 এই দুটি ফোনের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 6.5 ইঞ্চির AMOLED স্ক্রিন। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। পারফরম্যান্সের দিক থেকে একটি ফোন চালিত হচ্ছে এগজ়িনোস 1280 প্রসেসরের সাহায্যে। আর একটি ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর। এছাড়া অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বায়োমেট্রিকের জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।