মার্চে লঞ্চ হওয়া Samsung Galaxy A53 5G অগস্টে 3,000 টাকা সস্তা, নতুন দামে আর ছ্যাঁকা খাওয়ার ভয় নেই!
Galaxy A53 5G Price In India: স্যামসাং তার জনপ্রিয় একটি 5G হ্যান্ডসেটের দাম ভারতে 3,000 টাকা কমিয়ে দিল। 2022 সালের মার্চ মাসেই লঞ্চ হয়েছিল সেই ফোনে। এখন এই 3,000 টাকা সস্তা হওয়ার ফলে ফোনটির নতুন দাম জেনে নিন।
Samsung Galaxy A53 5G Price Cut: স্যামসাংয়ের হলটা কী! প্রতি মাসেই এক প্রকার নিয়ম করে বিভিন্ন রেঞ্জের গ্যালাক্সি মডেলগুলির দাম কমাচ্ছে স্যামসাং। তার থেকেও বড় কথা হল, চলতি বছরেই লঞ্চ করেছে এমন অনেক ফোনের দামই এক ধাক্কায় অনেকটা সস্তা করে দিয়েছে কোম্পানি। আবারও সেই এক কাণ্ড। এবার Samsung তার জনপ্রিয় Galaxy A53 5G ফোনের দাম একবারে 3,000 টাকা কমিয়ে দিল। ফলে, এই মডেলটির দাম এখন 31,999 টাকা থেকেই শুরু হচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে দেশের বাজারে Galaxy A53 5G ফোনটি লঞ্চ করেছিল স্যামসাং। সে সময় সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছিল, হ্যান্ডসেটটি দুই দিনের ব্যাটারি লাইফ দিতে সক্ষম।
Samsung Galaxy A53 5G: নতুন দাম
Samsung Galaxy A53 5G-র মোট দুটি র্যাম মডেল রয়েছে- 6GB ও 8GB। মার্চ মাসে যখন এই 5G ফোনটি স্যামসাং লঞ্চ করেছিল, তখন এই দুই র্যাম মডেলের দাম ছিল যথাক্রমে 34,999 টাকা ও 35,999 টাকা। এখন অগস্ট মাসের শেষ দিকে দুটি ভ্যারিয়েন্টের দামই যথাক্রমে 3,000 টাকা করে কমানোর ফলে নতুন দাম হয়েছে 31,999 টাকা ও 32,999 টাকা। এই স্মার্টফোনের মোট চারটি কালার অপশন রয়েছে। সেগুলি হল, অওসাম ব্ল্যাক, অওসাম ব্লু, অওসাম পিচ ও অওসাম হোয়াইট।
Samsung Galaxy A53 5G: স্পেসিফিকেশন ও ফিচার
পারফরম্যান্সের জন্য এই গ্যালাক্সি স্মার্টফোনে এগজ়িনোস 1280 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। সফটওয়্যারের দিক থেকে হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক সংস্থার নিজস্ব কাস্টম স্কিন স্যামসাং ওয়ান UI 4.1 দ্বারা চালিত। রয়েছে 6.5 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 1080X2400 পিক্সেলস এবং রিফ্রেশ রেট 120Hz। সুরক্ষার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাসের কোটিং।
যেমনটা আমরা আগেই বললাম, এই ফোনের মোট দুটি র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে। সেই 6GB ও 8GB ভ্যারিয়েন্ট দুটি পেয়ার করা রয়েছে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। এছাড়াও এই গ্যালাক্সির মডেলের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে চার-ক্যামেরার সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 64MP সেন্সর। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি 5MP ডেপথ সেন্সর এবং আর একটি 5MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে 32MP সেন্সর।
Samsung Galaxy A53 5G ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে। ফোনের রিটেল বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি 25W ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। স্যামসাং দাবি করছে, ডিভাইসটি মাত্র আধ ঘণ্টার মধ্যেই 0-50% চার্জ করতে সক্ষম। পাশাপাশি এই ফোনটি ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের জন্য IP67 রেটিং প্রাপ্ত।