Galaxy A54 5G এবং Galaxy A34 5G ফোন দুটিতে 4,000 টাকার ডিসকাউন্ট, নতুন দাম কত?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 07, 2023 | 4:40 PM

Galaxy A34 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল 30,999 টাকায়। এখন এই ফোনের উপরেই 2,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং 2,000 টাকার অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তার ফলেই ফোনটি এখন মাত্র 26,999 টাকায় পাওয়া যাবে।

Galaxy A54 5G এবং Galaxy A34 5G ফোন দুটিতে 4,000 টাকার ডিসকাউন্ট, নতুন দাম কত?
ব্যাপক ছাড়ে স্যামসাংয়ের দুই মোবাইল।

Follow Us

নতুন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে Samsung আপনার জন্য চমৎকার অফার নিয়ে হাজির হয়েছে। সংস্থার দুটি ফোনে মিলছে ব্যাপক ছাড়। সেই ফোন দুটি হল, Samsung Galaxy A54 5G এবং Galaxy A34 5G। প্রাথমিক ভাবে দুটি ফোনের উপরেই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। তারপরেও আবার থাকছে একাধিক আকর্ষণীয় ডিসকাউন্ট, বেশ কিছু ব্যাঙ্কের অফার, সেই সবকিছু সম্পর্কে বিস্তারিত তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

Galaxy A34 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল 30,999 টাকায়। এখন এই ফোনের উপরেই 2,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং 2,000 টাকার অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তার ফলেই ফোনটি এখন মাত্র 26,999 টাকায় পাওয়া যাবে। আবার, আপনি যদি Galaxy A54 ক্রয় করতে চান, তাহলে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে ফোনটির 8GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টগুলি 40,999 টাকায় পাওয়া যায়। এই ফোনের উপরেও 2,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং 2,000 টাকার অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করা হচ্ছে। ফলে, ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র 36,999 টাকায়।

এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, অফারটি আপনি তখনই পাবেন যখন ICICI এবং SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি ক্রয় করবেন। তার থেকেও বড় কথা হল, 12 মাসের নো-কস্ট ইএমআই অপশনে জ়িরো ডাউন পেমেন্ট দিয়ে ক্রয় করতে পারবেন Samsung Galaxy A54 5G এবং Galaxy A34 5G এই দুটি ফোনই।

Samsung Galaxy A54 5G এবং Galaxy A34 5G: ফিচার ও স্পেসিফিকেশন

দুটি ফোনেই ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজোলিউশন 2400X1080। তাদের রিফ্রেশ রেট হল 120 ​​Hz। Galaxy A54 ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চির ডিসপ্লে এবং Galaxy A34 ফোনটিতে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির ডিসপ্লে। দুটি ফোনেই পারফরম্যান্সের অক্টা-কোর প্রসেসর রয়েছে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যারের দিক থেকে এই দুটি ফোনই Android 13 ভিত্তিক One UI 5.1 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Galaxy A54 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি 50 মেগাপিক্সেল সেন্সর। দ্বিতীয়টি একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। তৃতীয়টি একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।

অন্য দিকে Galaxy A34-এ ট্রিপল রিয়ার ক্যামেরাও দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা। দ্বিতীয়টি একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তৃতীয়টি একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফোনটিতে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর। Galaxy A54 5G এবং Galaxy A34 5G ফোন দুটিতে রয়েছে অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারি। এছাড়াও, ফোন দুটি IP67 রেটিং প্রাপ্ত।

Next Article