Samsung তার জনপ্রিয় Galaxy A Series-এ দুটি নতুন ফোন যোগ করল। সংস্থার লেটেস্ট ফোন দুটির নাম Galaxy A54 5G এবং Galaxy A34 5G। চলতি মাসের 28 তারিখ থেকে এই ফোন দুটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে সুপার AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য দুটি হ্যান্ডসেটেই রয়েছে অক্টা-কোর প্রসেসর। যদিও প্রসেসর দুটির নাম এখনও পর্যন্ত উল্লেখ করেনি স্যামসাং। দুটি ফোনেই সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক কোম্পানির নিজস্ব কাস্টমার ইন্টারফেস One UI 5.1।
Galaxy A54 5G এবং Galaxy A34 5G: দাম কত
ভারতে এই দুটি ফোনই নিয়ে আসা হয়েছে দুটি করে স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে Galaxy A34 5G-র বেস 8GB RAM + 128GB মডেলের দাম 30,999 টাকা এবং হাই-এন্ড 8GB RAM +256 GB মডেলটির দাম 32,999 টাকা। অন্য দিকে Samsung Galaxy A54 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ স্পেসের দাম 38,999 টাকা এবং 8GB RAM + 256GB ভ্যারিয়েন্টের দাম 40,999 টাকা। অওসাম লাইম, অওসাম গ্রাফাইট, অওসাম ভায়োলেট এবং অওসাম সিলভার ইত্যাদি কালার ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে ফোনগুলি।
16 মার্চ থেকে এই দুটি লেটেস্ট গ্যালাক্সি ফোন প্রি-অর্ডার করতে পারবেন কাস্টমাররা। তাদের ডেলিভারি শুরু হবে 28 মার্চ থেকে। ইন্ট্রোডাক্টারি অফার হিসেবে থাকবে 3,000 টাকা ছাড়। এছাড়া এই ফোন দুটি এখনই যদি কেউ প্রি-অর্ডার করেন, তাহলে মাত্র 999 টাকায় পেয়ে যাবেন একটি Galaxy Buds Live।
Galaxy A54 5G এবং Galaxy A34 5G: ফিচার ও স্পেসিফিকেশন
Galaxy A54 5G ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চির ডিসপ্লে এবং Galaxy A34 5G ফোনে রয়েছে একটু বড় 6.6 ইঞ্চির ডিসপ্লে। সুপার AMOLED ও তার সঙ্গে ফুল HD+ রেজ়োলিউশনের ডিসপ্লে দেওয়া হয়েছে, যাদের রিফ্রেশ রেট 120Hz। ভিসন বুস্টার সাপোর্ট রয়েছে, যা সূর্যালোকেও ডিসপ্লেকে যথেষ্ট ভাল ভাবে দৃশ্যমান করে তোলে। দুটি ফোনই ডুয়াল সিম (ন্যানো) সাপোর্টেড এবং অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক One UI 5.1 কাস্টম স্কিন রয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই ফোন যাঁরা ক্রয় করবেন, তাঁরা পরপর চার প্রজন্মের অপারেটিং সিস্টেম আপগ্রেড পেয়ে যাবেন এবং দুটি ডিভাইসেই পাঁচ বছরের সিকিওরিটি আপডেটও পেয়ে যাবেন।
ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে ফোন দুটিতে। Galaxy A54 5G ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি 12MP আলট্রা ওয়াইড শুটার এবং 5MP ম্যাক্রো শুটার। অন্য দিকে Galaxy A34 5G ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 48MP ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে একটি 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য দুটি ফোনেই 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। ‘নাইটোগ্রাফি’ নামক একটি নতুন ফিচার দেওয়া হয়েছে ফোন দুটিতে, যা রাতের বেলা এবং লো লাইট কন্ডিশনে আরও উজ্জ্বল ছবি ও ভিডিয়ো ক্যাপচারিংয়ের অভিজ্ঞতা দিতে পারে কাস্টমারদের।
Galaxy A54 5G এবং Galaxy A34 5G-তে রয়েছে 5,000mAh ব্যাটারি, যা একবার চার্জে দুই দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। দুটি মডেলই IP67 সার্টিফায়েড এবং ডলবি টেকনোলজি সহযোগে স্টিরিও স্পিকার্স রয়েছে। এছাড়া ফোন দুটিতে রয়েছে Samsung-এর Knox সিকিওরিটি সিস্টেম।