
Samsung Galaxy F14 5G এই মুহূর্তের অত্যন্ত জনপ্রিয় একটি স্মার্টফোন। বাজেট সেগমেন্টের এই হ্যান্ডসেটটি লঞ্চ হতে না হতেই বাজারে ব্যাপক বিক্রিবাট্টা শুরু হয়েছিল। সেই ফোনই এবার অনেকটা সস্তা হয়ে হেল। Flipkart-এর বছর শেষের সেলে ফোনের দাম কমে এক্কেবারে 11,490 টাকা হয়ে গিয়েছে। তারপরেও আবার থাকছে কিছু ব্যাঙ্কেরও অফার। ফলে, এতদিন যাঁরা এই ফোন দামের কারণে কিনতে পারছিলেন না, তাঁদের জন্য ফোনটা কেনা এখন অনেকটাই সুবিধাজনক হয়ে যাবে।
Samsung Galaxy F14 5G: কত টাকার ছাড় মিলছে
ডিসকাউন্টের পরে Samsung Galaxy F14 5G ফোনের দাম হয়ে যাচ্ছে 11,490 টাকা। প্রসঙ্গত, এই ফোন যখন দেশের বাজারে লঞ্চ করা হয়েছিল, তখন তার দাম ছিল 12,990 টাকা। সেই দিক থেকে দেখতে গেলে ফোনটি এই মুহূর্তে 1,500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। তবে অফারের এখানেই শেষ নয়। বাছাই করা কিছু ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে আরও অতিরিক্ত 10 শতাংশ ডিসকাউন্ট।
Samsung Galaxy F14 5G: কেন কিনবেন এই ফোন
স্যামসাংয়ের এই ফোন কেনার প্রথম কারণ হল বাজেট সেগমেন্টে এটি একটি 5G মোবাইল। এই দামের মধ্যে খুব কম ফোনই রয়েছে, যেগুলি 5G সাপোর্ট করে। পাশাপাশি এই দামে ফোনের পারফরম্যান্সও বেশ বিশ্বাসযোগ্য। সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Galaxy F14 5G ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 6,000mAh ব্যাটারি রয়েছে। একবার চার্জে দিন দুয়েকের ব্যাকআপ পেয়ে যাবেন ব্যবহারকারীরা। 6.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছে ফোনটিতে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে Exynos 1330 চিপসেট। সেরার সেরা সফটওয়্যার সেটআপও রয়েছে এই ফোনে। Android 13 ভিত্তিক One UI Core 5.1 অপারেটিং সিস্টেম রয়েছে ফোনটিতে।
রয়েছে চমৎকার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে এই ফোনে একটি 50MP সেন্সর দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরা রয়েছে একটি 2MP ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।