
Flipkart Smartphone Offer: ফোন কেনার কথা ভাবছেন? কোন ফোন কিনবেন, তা ঠিক করেছেন? আপনাকে বলে রাখি, বাজেট সেগমেন্টে এই মুহূর্তে Samsung-এর একাধিক ফোন রয়েছে। সেগুলির দাম কম হলেও তাদের ফিচার এবং স্পেসিফিকেশন বেশ ভাল হয়। তেমনই একটি ফোন হল Samsung Galaxy F14 5G। এমনিতে এই ফোনের দাম প্রায় 19,000 টাকার কাছাকাছি। কিন্তু Flipkart আপনাকে এমনই অফার দিচ্ছে, যার ফলে ফোনটি বাড়ি নিয়ে আসতে আপনার খরচ হবে মাত্র 550 টাকা। এত কম দামে কীভাবে আপনি ফোনটি ক্রয় করবেন, কী-কী অফার রয়েছে, ফোনের ফিচার ও স্পেসিফিকেশনই বা কীরকম, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Samsung Galaxy F14 5G: ব্যাপক অফার Flipkart-এ
Samsung Galaxy F14 5G ফোনে এমন দুর্দান্ত অফার পেতে আপনাকে যেতে হবে Flipkart-এ। সেখানে এমনিতে এই ফোনের দাম 18,490 টাকা। ফ্লিপকার্ট এই ফোনের উপরে প্রাথমিক ভাবে আপনাকে 13% ছাড় দেবে। ফলে, এই ফ্ল্যাট ডিসকাউন্টের পরে ফোনটি ক্রয় করতে আপনাকে 15,990 টাকা খরচ করতে হবে। সেই সঙ্গেই আবার আপনি পেয়ে যাবেন একাধিক ব্যাঙ্কের অফার। Paytm ওয়ালেট থেকে আপনি যদি পেমেন্ট করেন, তাহলে পেয়ে যাবেন 100 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। পাশাপাশি Samsung Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10% ক্যাশব্যাক পেয়ে যাবেন।
এর পরে রয়েছে সবথেকে বড় অফার। এক্সচেঞ্জ অফারেও আপনি এই Samsung Galaxy ফোনের উপরে পেয়ে যাবেন মোটা অঙ্কের ডিসকাউন্ট। আপনার পুরনো ফোনটা যদি Flipkart-এর কাছে দিয়ে দেন, তাহলে এক্সচেঞ্জ অফারে Samsung Galaxy F14 5G ফোনের উপরে আপনি পেয়ে যাবেন 15,450 টাকার ছাড়। তাহলে কত কম দামে এই ফোন আপনি ক্রয় করতে পারছেন? মাত্র 459 টাকাতেই এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারেন।
তবে এই এক্সচেঞ্জ অফারটি পাওয়ার জন্য আপনার ফোনের পরিস্থিতি অত্যন্ত ভাল হতে হবে। যে ফোনটা আপনি বদলাবেন, তার ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা পর্যন্ত সবকিছু ঠিক থাকতে হবে। তাহলেই আপনি এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন। Samsung Galaxy F14 5G ফোনটি ফ্লিপকার্ট থেকে ক্রয় করলে আপনি পেয়ে যাবেন এক বছরের ওয়ারান্টি, ফোনের অ্যাক্সেসারিজ়ের উপরে আপনি পেয়ে যাবেন 6 মাসের ওয়ারান্টি।
Samsung Galaxy F14 5G: ফিচার ও স্পেসিফিকেশন
Samsung Galaxy F14 5G ফোনটি পারফরম্যান্সের নিরিখে কম দামের একটি চমৎকার ফোন। ফোনটি ক্রয় করলে তার স্পেসিফিকেশন নিয়ে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। রয়েছে 6.6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। রয়েছে 6000mAh ব্যাটারি। খুব দ্রুততার সঙ্গে এই ফোন চার্জ হয়ে যাবে।