স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোন দেখা গিয়েছে গুগল প্লে কনসোলের তালিকায়। এই লিস্টের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনের বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। যেমন শোনা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের এই স্মার্টফোনে থাকতে পারে একটি MediaTek Dimensity ৭০০ প্রসেসর। এর আগে একবার শোনা গিয়েছিল, সম্ভবত চলতি বছর সেপ্টেম্বর মাসেই লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোন। Geekbench বেঞ্চমার্কিং ওয়েবসাইটেও দেখা গিয়েছে এই স্মার্টফোন। গুগল প্লে কনসোলে আবার ইঙ্গিত দেওয়া হয়েছে যে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোন স্যামসাং গ্যালাক্সি ওয়াইড ৫ নামে লঞ্চ হতে পারে বেশ কিছু জায়গায়।
টিপস্টার TTechnical গুগল প্লে কনসোলের একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। সেখানেই দেখা গিয়েছে যে তালিকায় রয়েছে স্যামসয়াং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোন। সেই সঙ্গে এও দেখা গিয়েছে যে এই ফোন আবার স্যামসাং গ্যালাক্সি ওয়াইড ৫ নামেও উল্লেখ রয়েছে। এর থেকেই অনুমান করা হচ্ছে যে কোথাও কোথাও হয়তো স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনকে স্যামসাং গ্যালাক্সি ওয়াইড ৫- ও বলা হবে। শোনা গিয়েছে, ভারতেও হয়তো দ্রুত লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। এই প্রসঙ্গে উল্লেখ্য, Bluetooth SIG এবং Bureau of Indian Standards (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটেও স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনের দেখা পাওয়া গিয়েছে। এর থেকেই অনুমান করা হয়েছে যে ভারতেও সম্ভবত খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
এবার একনজরে দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনে কী কী সম্ভাব্য ফিচার থাকতে পারে।
আরও পড়ুন- Samsung Galaxy A13 5G: স্যামসাং গ্যালাক্সির ‘চিপেস্ট ৫জি স্মার্টফোন’ হতে চলেছে এই মডেল