স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। স্যামসাং ‘এ’ফ’ সিরিজের এই নতুন ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। তার সঙ্গে রয়েছে ৯০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি’ এফ’ প্রথম ৫জি ফোন হল এই মডেল। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর MediaTek Dimensity ৭০০ প্রসেসর।
দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। তার মধ্যে একটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। অন্যটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এর মধ্যে প্রথম কনফিগারেশনের দাম ২০,৯৯৯ টাকা। আর দ্বিতীয় স্টোরেজ ভ্যারিয়েন্টে ২২,৯৯৯ টাকা। আগামী ৩ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং স্যামসাং অনলাইন স্টোরে এবং দেশের নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোন কেনা যাবে।
লঞ্চ অফার হিসেবে বেশ কিছু টা কম দামে পাওয়া যাবে এই ফোন। ৬ জিবি র্যামের ফোন ১৭,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র্যামের ফোন ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই ফোন কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারও থাকবে। উল্লেখ্য, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল যা ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে, সেখানে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনের এই কম দাম নির্দিষ্ট সময়ের জন্য বজায় থাকবে।
আরও পড়ুন- Xiaomi 11 Lite 5G NE: ভারতে লঞ্চ হয়েছে শাওমির এই নতুন স্মার্টফোন, দেখে নিন বিভিন্ন ফিচার ও দাম