
ই-কমার্স সাইটগুলিতে প্রায়শই কোনও না কোনও ফোনের উপর ছাড় দেয়। ফলে অনেক কম দামেই কিনে নেওয়া যায় দুর্দান্ত সব ফোন। এবার আপনি Samsung-এর একটি ফোনের উপর বিরাট অফার পেয়ে যাবেন। তাই যদি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া না করাই ভাল। কোথায় এই ছাড় পাওয়া যাচ্ছে, চলুন জেনে নেওয়া যাক।
আপনি Amazon থেকে Samsung Galaxy M04 (4GB+64GB) অর্ডার করতে পারেন। এই ফোনের আসল দাম হল 11,999 টাকা এবং আপনি এটি 43% ডিস্কাউন্টে ফোনটি কিনে নিতে পারবেন। আর তারপরে ফোনটি 6,799 টাকায় অর্ডার করতে পারবেন। এছাড়াও, আপনি এতে আরও অনেক অফার পেয়ে যাবেন। এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাবেন। এতে আপনার পুরনো স্মার্টফোন Amazon-এ ফেরত দিলেই আপনি 6,450 টাকা ছাড় পেয়ে যাবেন। কিন্তু এত ছাড় পেতে হলে আপনার পুরনো ফোনের অবস্থা ঠিক থাকতে হবে। আর একদম লেটেস্ট মডেল হলে তো কোনও কথাই নেই।
ব্যাঙ্ক অফারও পাবেন-
এছাড়াও, আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি 750 টাকা ছাড় পাবেন। ফোনে 1 বছরের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে। এবার দেখে নেওয়া যাক ফোনে বিশেষ কী রয়েছে।
Samsung Galaxy M04-এ MediaTek Helio P35 Octa Core প্রসেসর দেওয়া হয়েছে। এতে আপনি অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারবেন। এছাড়াও এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাচ্ছে, যার প্রাইমারি ক্যামেরা 13MP-এর। আর 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটিতে 6.5 ইঞ্চি LCD HD+ ডিসপ্লে পেয়ে যাবেন। ফোনে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফলে ফোনটিকে বার বার চার্জ করতে হবে না।