
স্যামসাং গ্যালাক্সি ‘এম’ সিরিজের নতুন ৫জি স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতে। কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং সদ্য দেশে লঞ্চ করেছে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর MediaTek প্রসেসর। এছাড়াও রয়েছে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। স্যামস্যাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে নচ ডিজাইন। সেখানে সেটা রয়েছে সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনের ডিসপ্লের চারপাশে রয়েছে মোটা বা থিক bezel। বিশেষ করে স্ক্রিনের নীচের অংশে রয়েছে মোটা bezel। এই স্মার্টফোনে রয়েছে ৫জি ব্যান্ড সাপোর্ট। এছাড়া স্যামসাংয়ের Knox security built-in ফিচার। দু’টি স্টোরেজ কনফিগারেশন এবং দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের দাম কত?
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২০,৯৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম এখনও প্রকাশ করেনি সংস্থা। এই দুই স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন। স্লেট ব্ল্যাক এবং স্কাই ব্লু রঙে ভারতে পাওয়া যাচ্ছে এই ফোন। সেপ্টেম্বরের ২ তারিখ থেকে অ্যামাজনে এই ফোনের সেল শুরু হবে। ভারতীয় সময় দুপুর একটা থেকে শুরু হবে এই সেল। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই অপশনের ক্ষেত্রে এই ফোনে ২ হাজার টাকা ছাড় রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের বিভিন্ন ফিচার-
আরও পড়ুন- Realme GT 5G: প্রথমবার ভারতে সেল শুরু হচ্ছে এই ফোনের, কোথায় কীভাবে কতটা ছাড় পাবেন দেখে নিন