Samsung Mobile Offer: নতুন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? আর সেই ফোনটা কি কোনও Samsung মোবাইল হতে চলেছে? তাহলে চমৎকার অফার রয়েছে আপনার জন্য। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon অত্যন্ত জনপ্রিয় একটি Samsung মোবাইলের উপরে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। আপনি যদি সেই ফোনের নাম শোনেন, তাহলে এখনই তা কিনতে চাইবেন। জানেন, কী সেই ফোন? Samsung Galaxy M33 5G ফোনটি আপনি এখন Amazon-এ জলের দরে পেয়ে যেতে পারেন। কত টাকার অফার দেওয়া হচ্ছে, কী রয়েছে সেই ফোনে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
Amazon ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Samsung Galaxy M33 5G ফোনের দাম এই মুহূর্তে 25,999 টাকা। ফোনের 8GB + 128GB স্টোরেজ মডেলের জন্য এই দাম ধার্য করা হয়েছে। প্রাথমিক ভাবে এই Samsung স্মার্টফোনের উপরে সরাসরি 8,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তার ফলে ফোনটির দাম হয়ে যাচ্ছে 17,999 টাকা। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে যাঁরা এই ফোনটি ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন আরও 1,750 টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
অফারের এখানেই শেষ নয়। এরপরেই থাকছে সবথেকে বড় অঙ্কের ছাড়টি। আপনার পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করে যদি নিজেকে একটি Samsung Galaxy M33 5G ফোনে আপগ্রেড করে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 16,500 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট। যদিও এই এক্সচেঞ্জ ডিসকাউন্ট নির্ভর করছে আপনার বর্তমান ফোনের পরিস্থিতির উপরে। এবার আপনিই হিসেব কষে বলুন, ফোনের দাম কত টাকা হচ্ছে? এত অফার যদি গুনতে অসুবিধা হয়, তাহলে বলে রাখি Galaxy M33 5G ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 1,499 টাকা।
Samsung Galaxy M33 5G: ফিচার ও স্পেসিফিকেশন
সফটওয়্যার হিসেবে এই Samsung Galaxy M33 5G ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12.0 ভিত্তিক One UI 4 অপারেটিং সিস্টেম। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে Exynos 1280 অক্টা-কোর 2.4GHz 5nm প্রসেসরের সাহায্যে। এই প্রসেসরটি 12 ব্যান্ড সাপোর্ট করে।
6.6 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যা FHD+ রেজ়োলিউশন সাপোর্ট করছে। এই ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত। কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। সেই চারটি ক্যামেরার সেন্সরগুলি হল যথাক্রমে 50MP+5MP+2MP+2MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
বেশ বড় এবং অত্যন্ত শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে Samsung Galaxy M33 5G স্মার্টফোনে। ইন্টেলিজেন্ট ভয়েস ফোকাস, পাওয়ার কুল টেকনোলজি এবং অটো ডেটা সুইচিংয়ের মতোও গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে ফোনটিতে।