24,999 টাকার Samsung Galaxy M33-এর দাম কমতে কমতে এক্কেবারে 2049 টাকায়, Amazon ছাড়া আর কোথায়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 06, 2023 | 7:11 PM

Samsung Galaxy M33 হল একটি মিড-রেঞ্জ স্মার্টফোন, যার দাম Amazon-এ 24,999 টাকা। তবে লিমিটেড পিরিয়ড অফারে এই ফোনের উপরে 28% ছাড় দেওয়া হচ্ছে। ফলে, এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটিতে আপনি সরাসরি 7000 টাকার ছাড় পেয়ে যাচ্ছেন।

24,999 টাকার Samsung Galaxy M33-এর দাম কমতে কমতে এক্কেবারে 2049 টাকায়, Amazon ছাড়া আর কোথায়
এই অফার মিস করা যায় নাকি!!

Follow Us

Samsung Galaxy M33 OFFER: IPL অথবা OTT প্ল্যাটফর্মের সিরিজ় বা ওরিজিনালগুলো আপনি স্মার্টফোন দেখেন? তাহলে আপনার যে একটা ভাল ডিসপ্লের স্মার্টফোনের প্রয়োজনীয়তা রয়েছে, তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন? Samsung-এর ঝুলিতে এমন অনেক হ্যান্ডসেট রয়েছে, যেগুলির ডিসপ্লে আপনার চোখের জন্যও ভাল এবং ওটিট-র ওরিজিনাল বিঞ্জ ওয়াচ করতে গেলে ভাল অভিজ্ঞতাও সঞ্চয় করা যায়। তেমনই একটি ফোনের নাম Samsung Galaxy M33। এই ফোনের দাম একটু চড়া, 24999 টাকা। ভাল ডিসপ্লের জন্য একটু বেশি টাকা তো খরচ করতেই হয়! কিন্তু না, এখন আর এত টাকা আপনাকে এই ফোনের জন্য খরচ করতে হবে না। 24,999 টাকার এই ফোন আপনি পেয়ে যাবেন মাত্র 2049 টাকায়। এক্সচেঞ্জ অফারেই ফোনটি আপনার কাছে এত কম দামে হাজির হবে।

Samsung Galaxy M33: দামি ফোনে Amazon-এর দুর্দান্ত অফার

Samsung Galaxy M33 হল একটি মিড-রেঞ্জ স্মার্টফোন, যার দাম Amazon-এ 24,999 টাকা। তবে লিমিটেড পিরিয়ড অফারে এই ফোনের উপরে 28% ছাড় দেওয়া হচ্ছে। ফলে, এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটিতে আপনি সরাসরি 7000 টাকার ছাড় পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোন ক্রয় করতে আপনাকে খরচ করতে হচ্ছে 17,999 টাকা।

এর পরেও যদি ফোনটি আরও কম দামে ক্রয় করতে চান, তাহলে রয়েছে আর একটি আকর্ষণীয় অফার। এক্সচেঞ্জ অফারে এই ফোনের উপরে আপনি পেয়ে যাবেন 15,950 টাকা ছাড়। তবে এই ছাড়ের অঙ্কটা নির্ভর করবে আপনি কোন ফোন এক্সচেঞ্জ করবেন তার উপরে। পাশাপাশি যে ফোনটা বদলাবেন, তার কন্ডিশনও ভাল হতে হবে। আর তাতেই Samsung Galaxy M33 আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন মাত্র 2049 টাকায়।

Samsung Galaxy M33: ফিচার ও স্পেসিফিকেশন

পারফরম্যান্সের জন্য এই Samsung Galaxy M33 ফোনে রয়েছে একটি Exynos 1280 অক্টা-কোর 2.4Ghz প্রসেসর। গ্রাহকদের চমৎকার 5G অভিজ্ঞতা প্রদানের জন্য ফোনটিতে রয়েছে 12 ব্যান্ড সাপোর্ট। 6.6 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। সফটওয়্যার হিসেবে এই ফোনে Android v12.0, OneUI 4 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। চারটি ক্যামেরা রয়েছে ফোনের পিছনে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

Next Article