16,999 টাকায় Samsung Galaxy M34 5G লঞ্চ হল ভারতে, 50 MP ক্যামেরা, 25W ফাস্ট চার্জিং সাপোর্ট

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 07, 2023 | 9:50 PM

Samsung Galaxy M34 ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে 6GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা এবং 8GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 18,999 টাকা।

16,999 টাকায় Samsung Galaxy M34 5G লঞ্চ হল ভারতে, 50 MP ক্যামেরা, 25W ফাস্ট চার্জিং সাপোর্ট
স্যামসাংয়ের দুর্দান্ত ফোন।

Follow Us

Samsung ভারতে একটি চমৎকার ফোন লঞ্চ করল, যার নাম Galaxy M34 5G। ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা। ফোনটির গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 6.6 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করছে। 8GB RAM ও 128GB স্টোরেজে পাওয়া যাচ্ছে 5 সাপোর্টেড Samsung Galaxy M34। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 6,000mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy M34: দাম কত

Samsung Galaxy M34 ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে 6GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা এবং 8GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 18,999 টাকা। ব্যাঙ্ক অফারে বিশেষ লঞ্চ প্রোমোশন অফার করা হচ্ছে। মিডনাইট ব্লু, প্রিজ়ম সিলভার এবং ওয়াটারফল ব্লু এই তিনটি রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Samsung Galaxy M34: স্পেসিফিকেশন, ফিচার

1) ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটিতে রয়েছে Android 13 ভিত্তিক One UI 5 অপারেটিং সিস্টেম।

2) 6.6 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 120Hz। এই ডিসপ্লেটি ফুল HD+ 1,080×2,408 পিক্সেল রেজ়োলিউশন সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস 1,000 নিটস। স্ক্রিনটি গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত।

3) পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি 5nm Exynos 1280 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা হয়েছে 8GB RAM-এর সঙ্গে।

4) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। অন্যান্য ক্যামেরার মধ্যে রয়েছে একটি 8MP গৌণ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

Next Article