Samsung Galaxy S20 FE 5G Offer: ২৫,০০০ টাকারও কম খরচে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি, অ্যামাজনের দুরন্ত অফার!

Amazon Smartphone Deals: অ্যামাজনে এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি ফোনের দাম ৭৪,৯৯৯ টাকা। কিন্তু সেই ফোনই আপনি মাত্র ২৪,৯৯০ টাকায় পেয়ে যাবেন।

Samsung Galaxy S20 FE 5G Offer: ২৫,০০০ টাকারও কম খরচে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি, অ্যামাজনের দুরন্ত অফার!
গ্যালাক্সি এস২০ এফই ৫জি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2022 | 8:17 PM

পাল্লা দিয়ে যখন একের পর এক স্মার্টফোন লঞ্চ করে, তখন নিজের জন্য একটা ঠিকঠাক স্মার্টফোন বেছে নেওয়ার কাজটা খুবই কঠিন হয়ে যায়। আর তার সবথেকে বড় কারণ হল, আপনার বাজেট। বাজারে একাধিক প্রাইস ক্যাটেগরির স্মার্টফোন রয়েছে। তবে এবার এক প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন খুবই সস্তা হয়ে গেল। এতটাই সস্তা যে, তা চলে এল মিড-রেঞ্জ সেগমেন্টে। আর সেই ফোনটি হল, স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি (Samsung Galaxy S20 FE 5G)। অ্যামাজনে (Amazon) আজকে এই ফোনটি একবারে হাফ দামে পেয়ে যাবেন। অফারের মধ্যে ফ্ল্যাট ডিসকাউন্ট (Discount) থেকে শুরু করে এক্সচেঞ্জ, ব্যাঙ্ক অফার-সহ একাধিক ছাড় রয়েছে। আর তাতেই এই গ্যালাক্সি এস২০ এফই ৫জি ফোনটি আপনি ২৫,০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি দাম

অ্যামাজনে এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি ফোনের দাম ৭৪,৯৯৯ টাকা। অ্যামাজন এই ফোনেই আপনাকে ৪৭ শতাংশ ছাড় দেবে। ফলে ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে ৩৯,৯৯০ টাকা। অর্থাৎ এই ফোনে আপনাকে ৩৫,০০৯ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এখানেই অফারের শেষ নয়। এর পরেও আবার রয়েছে এক্সচেঞ্জ ও ব্যাঙ্ক অফার।

এক্সচেঞ্জ অফার

অ্যামাজন থেকে যদি স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি ফোনটি ক্রয় করলে এক্সচেঞ্জ অফারে ১৫,০০০ টাকা ছাড় পেয়ে যাবেন। আর তাতেই এই ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র ২৪,৯৯০ টাকা। তবে এই অফারটি আপনার এলাকায় উপলব্ধ কি না, তা জানতে হলে অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিন কোড দিয়ে চেক করে নিতে হবে। এছাড়াও এই এক্সচেঞ্জের অফার নির্ভর করবে আপনার ফোনের কন্ডিশনের উপরে। ফোনে কোনও স্ক্র্যাচ থাকলে এই এক্সচেঞ্জ অফারটি পাওয়া যাবে না।

ব্যাঙ্ক অফার

১) এইচডিএফসি ব্যাঙ্কের মানি ব্যাক প্লাস ক্রেডিট কার্ড ও তার সঙ্গে মানিব্যাক ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০এক্স ক্যাশপয়েন্ট এবং ২এক্স রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাবেন।

২) ওয়ানকার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রান্জাকশন করলে ১০ শতাংশ বা ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

৩) এইচডিএফসি ব্যাঙ্ক মিলেনিয়া ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

৪) স্ট্যান্ডার্ড চাটার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রান্জাকশন করলে ৭.৫ শতাংশ বা ২০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।

৫) এইচএসবিসি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রান্জাকশন করলে ৭.৫ শতাংশ বা প্রায় ২০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।

৬) এইচএসবিসি ক্যাশব্যাক কার্ড ব্যবহার করে ফোনটি ক্রয় করলে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

ফিচার্স ও স্পেসিফিকেশনস

পারফর্ম্যান্সের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। এই প্রসেসর পেয়ার করা থাকছে ৮জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে। ১টিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমোরি রয়েছে। সফ্টওয়্যার হিসেবে এই ফোনে একটি অ্যান্ড্রয়েড ১১.০ অপারেটিং সিস্টেম রয়েছে। ফোনটিতে দেওয়া হয়েছে একটি ৬.৫ ইঞ্চির ইনফিনিটি-ও সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ়।

শক্তিশালী একটি ৪৫০০এমএএইচ ব্যাটারি রয়েছে। একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ১২ মেগাপিক্সেল সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আর একটি ১২ মেগাপিক্সেল এবং আর একটি ৮ মেগাপিক্সেল সেন্সর রয়েছে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।

আরও পড়ুন: ২১,৯৯৯ টাকা থেকে সোজা ১০,৪১৯ টাকা! ওয়ানপ্লাসের ৩২ ইঞ্চি স্মার্টটিভিতে অ্যামাজনের দুর্দান্ত অফার

আরও পড়ুন: অবশেষে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৫০ ফোন, দাম কত? দেখে নিন ফিচার-স্পেসিফিকেশন

আরও পড়ুন: অ্যানড্রয়েড ফোনের হাফ-ডজন প্রয়োজনীয় সেটিংস, ব্যবহার করলে ভাল থাকবে স্মার্টফোন

টলিউডের গণ্ডি পার করে এবার বলিউডে ডেবিউ হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর?
টলিউডের গণ্ডি পার করে এবার বলিউডে ডেবিউ হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর?
India-Britain News: ভারতীয়দের ভিসায় উদার হবে ব্রিটেন?
India-Britain News: ভারতীয়দের ভিসায় উদার হবে ব্রিটেন?
সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার পন্ডিত জগন্নাথ গুরুজি করলেন ভবিষ্যৎ বাণী
সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার পন্ডিত জগন্নাথ গুরুজি করলেন ভবিষ্যৎ বাণী
গাধার পিঠে চড়েই আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে চাইছে পাকিস্তান
গাধার পিঠে চড়েই আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে চাইছে পাকিস্তান
গত এক বছরে ২৩ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী নেহা
গত এক বছরে ২৩ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী নেহা
ক্যান্সার চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার
ক্যান্সার চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার
দেশে একসঙ্গে চালু হবে ৩ সেমিকন্ডাক্টর কারখানা
দেশে একসঙ্গে চালু হবে ৩ সেমিকন্ডাক্টর কারখানা
বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন...
বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন...
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা