স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই বা ফ্যান এডিশন সম্ভবত লঞ্চ হবে আগামী বছর। শোনা যাচ্ছে, ২০২২ সালের জানুয়ারি মাসে যে Consumer Electronics Show (CES) হতে চলেছে, সেখানেই সম্ভবত এই ফোন লঞ্চ হবে। সম্প্রতি Geekbench লিস্টিং সাইটে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনের নাম দেখা গিয়েছে। এই ফোনের মার্কেটিং ইমেজ বা ছবিও ফাঁস হয়েছে অনলাইনে। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশন ছবি স্পেসিফিকেশন শিটও অনলাইনে প্রকাশ হয়ে গিয়েছে। অর্থাৎ এই ফোনের সম্ভাব্য বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে।
শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশন ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon এবং Exynos, দু’ধরনের প্রসেসর। জায়গা বিশেষে অর্থাৎ স্থান বা লোকেশনের ভিত্তিতে নির্ভর করবে যে কোন মডেলে কোন ধরনের চিপসেট থাকবে। অন্যদিকে আবার শোনা গিয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজের মতোই ডিজাইন ল্যাঙ্গুয়েজ থাকবে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই মডেলে। এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে এবং রাউন্ডেড এজ ডিজাইন লক্ষ্য করা যাবে। এছাড়াও স্ক্রিনের উপর থাকবে হোল পাঞ্চ ডিজাইন।
স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনের মার্কেটিং ইমেজে কী কী ফিচার থাকতে পারে সে ব্যাপারে তথ্য প্রদান করেছে CoinBRS। যেসমস্ত ছবি ফাঁস হয়েছে, তার থেকে অনুমান করা হচ্ছে চারটি রঙে এই ফোন লঞ্চ হতে পারে। সেগুলি হল- কালো, ক্রিম কালার, ল্যাভেন্ডার এবং সাদা। এই ফোনের পিছনের অংশে থাকতে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই রকম ক্যামেরা মডিউলই দেখা গিয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস২১ ফোনে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনের ডিসপ্লেতে উপরের দিকে একদম মাঝ বরাবর থাকবে কাটআউট, যেখানে সেলফি ক্যামেরা সেনসর সেট করা থাকবে। এর পাশাপাশি ফোনের ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন সাজানো থাকবে।
স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশনের সম্ভাব্য ফিচার
আরও পড়ুন- Samsung Galaxy S22 Series: এই স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর