Samsung Galaxy S21 FE: লঞ্চের আগেই এই গ্যালাক্সি ফ্যান এডিশনের দাম ও ফিচার্স লিক হয়ে গেল, জেনে নিন
Galaxy S21 FE Specs, Price: লঞ্চ হওয়ার আগে অনলাইনে লিক হয়ে গেল গ্যালাক্সি এস২১ এফই ফোনের দাম ও স্পেসিফিকেশনস। সব তথ্য জেনে নিন।
স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই (Samsung Galaxy S21 FE) বা ফ্যান এডিশন ফোনটি জানুয়ারি মাসেই লঞ্চ করতে চলেছে। তবে লঞ্চের আগেই ফোনের সমগ্র স্পেসিফিকেশনস লিক হয়ে গেল অনলাইনে। পারফরম্যান্সের দিক থেকে এই হ্যান্ডসেট চালিত হবে স্ন্যাপড্রাগন ৮৮৮ বা এগজ়িনোজ় ২১০০ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর নির্ভর করবে মার্কেটের উপরেই। এই স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনের ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত।
স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই স্পেসিফিকেশনস (সম্ভাব্য)
স্যামমোবাইলের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, আসন্ন এই ফোনের প্রিডেসেসর মডেল অর্থাৎ গ্যালাক্সি এস২০ এফই-র সঙ্গে গ্যালাক্সি এস২১ এফই-র খুব একটা ফারাক থাকছে না। প্রসেসর এবং ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে ফোন দুটি আলাদা হতে চলেছে। একটি ৬.৪ ইঞ্চির ফুল HD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০Hz। একটি পাঞ্চ-হোল কাট রয়েছে সেলফি ক্যামেরার জন্য। ফোনের প্রসেসর পেয়ার করা থাকবে ৬জিবি ও ৮জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮জিবি ও ২৫৬জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে। শক্তিশালী একটি ৪৫০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর ১২ মেগাপিক্সেল এবং অ্যাপার্চার f/১.৮। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, যার অ্যাপার্চার f/২.২ এবং একটি ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, যার অ্যাপার্চার f/২.৪ এবং ৩এক্স অপ্টিক্যাল জু়ম সাপোর্ট করবে। সফ্টওয়্যারের দিক থেকে আসন্ন এই ফ্যান এডিশন অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক OneUI 4.0 আউট অফ দ্য বক্সের সাহায্যে চালিত হবে। অ্যান্ড্রয়েড ১৫ পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে ফোনটি।
স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই দাম (সম্ভাব্য)
শুধু স্পেসিফিকেশনই নয়। আসন্ন এই স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশনের দামও লিক হয়ে গিয়েছে অনলাইনে। স্যাম মোবাইলের রিপোর্টে দাবি করা হয়েছে, ৬৯৯ মার্কিন ডলার বা ৫৩ হাজার টাকায় লঞ্চ করা হতে পারে ফোনটি। এদিকে আবার গ্যালাক্সি এস২২ ফোনের দামও ৭৯৯ মার্কিন ডলার বা ৬০,৫০০ টাকা থেকে শুরু হতে পারে। মোট চারটি কালার অপশনে লঞ্চ করা হবে ফোনটি। লিক হওয়া রেন্ডার্স থেকে এমনই তথ্য জানা গিয়েছে।
আরও পড়ুন: Xiaomi MIX Fold 2: শাওমির ফোল্ডেড মডেলের কিছু তথ্য ফাঁস, লঞ্চ হতে পারে আগামী বছরেই…