AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Xiaomi MIX Fold 2: শাওমির ফোল্ডেড মডেলের কিছু তথ্য ফাঁস, লঞ্চ হতে পারে আগামী বছরেই…

Zizhan কোডনামের ফোনটি IMEI ডেটাবেসে যোগ করা হয়েছে। এর মডেল নম্বর 22061218C। সাধারণত শাওমির ফোনের মডেল নম্বরের প্রথম চারটি সংখ্যা লঞ্চের বছর ও মাসকে চিহ্নিত করে।

Xiaomi MIX Fold 2: শাওমির ফোল্ডেড মডেলের কিছু তথ্য ফাঁস, লঞ্চ হতে পারে আগামী বছরেই...
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 3:30 PM
Share

শাওমি গত মার্চে তাদের প্রথম ফোল্ডেবল ফোন Mi Mix Fold লঞ্চ করেছিল। তারপর সেপ্টেম্বর মাসে Zizhan কোডনামের শাওমির একটি আপকামিং স্মার্টফোন MIUI কোডে স্পট করা হয়েছিল। প্রায় মাস তিনেক কেটে যাওয়ার পর, ডিভাইসটি এখন IMEI ডেটাবেসে হাজির হয়েছে৷ IMEI এর লিস্টিং থেকে ফোনটির সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। যদিও এটি সংস্থার দ্বিতীয় ফোল্ডেবল ফোন হতে পারে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

xiaomiui-এর রিপোর্ট অনুযায়ী, Zizhan কোডনামের ফোনটি IMEI ডেটাবেসে যোগ করা হয়েছে। এর মডেল নম্বর 22061218C। সাধারণত শাওমির ফোনের মডেল নম্বরের প্রথম চারটি সংখ্যা লঞ্চের বছর ও মাসকে চিহ্নিত করে। এর ফলে Xiaomi Zizhan আগামী জুনে লঞ্চ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটি কেবলমাত্র চীনের বাজারে ছাড়া হতে পারে। কারণ এর রিজিওনাল ভ্যারিয়েন্টগুলির এখনও খোঁজ পাওয়া যায়নি।

Xiomi MIX Fold 2

xiaomiui-এর মতে, হ্যান্ডসেটটি একটি ফোল্ডেবল ফোন হতে পারে। Xiaomi MIX Fold 2 নামে আসতে পারে বাজারে। এছাড়া Xiaomi MIX Fold 2 কেমন স্পেসিফিকেশন বা ফিচার পাবে, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। প্রসঙ্গত, শাওমির প্রথম ফোল্ডেবল ফোন Mi Mix Fold কেবলমাত্র চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। ফোনটির বিক্রিবাটার পরিসংখ্যান সামনে না আনলেও, শাওমি জানিয়েছিল, তারা ফোনের সফটওয়্যার উন্নত করার জন্য ক্রমাগত কাজ করে চলেছে। এমনকি সম্প্রতি এই ফোনে MIUI সিস্টেমের যে আপডেট এসেছিল, তার চেঞ্জলগে প্রচুর ইমপ্রুভমেন্টের কথা বলা হয়েছিল।

অন্যদিকে, শাওমি ১১ সিরিজের লেটেস্ট মডেল হিসেবে সদ্যই চিনে লঞ্চ হয়েছে শাওমি ১১ Youth Vitality এডিশন। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার লঞ্চ হয়েছে এই ফোন। বলা হচ্ছে, শাওমি ১১ Youth Vitality এডিশন আসলে শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে। এছাড়াও ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে একটি হোল-পাঞ্চ কাট আউট। সেখানে থাকছে সেলফি ক্যামেরা সেনসর। শাওমি ১১ Youth Vitality এডিশন ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। বলা হচ্ছে, এটিই শাওমির সবচেয়ে হাল্কা এবং পাতলা ৫জি ফোন। ওজন মাত্র ১৫৭ গ্রাম। আর এই ফোন ৬.৮১ মিলিমিটার পুরু।

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৯৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,৮০০ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ২২৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৭,৩০০ টাকা।

আরও পড়ুন- iQoo Neo 5s: আসন্ন এই ফোনের ছবি, স্পেসিফিকেশনস লিক, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, হোল-পাঞ্চ ডিসপ্লে

আরও পড়ুন- Oppo Find N: এই প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে ওপ্পো, ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করবে

আরও পড়ুন- Realme 9i: ফের প্রকাশ্যে এই ফোনের রেন্ডার্স, হোল-পাঞ্চ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ