Xiaomi 12 Standard Edition: আরও একটি ফোন থাকছে শাওমি ১২ ফ্ল্যাগশিপ সিরিজে, 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে
সম্প্রতি চিনের কম্পালসারি সার্টিফিকেট ওয়েবসাইটে (3C) এই ফোনটির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, যার মডেল নম্বর 2201123C। লিস্টিং থেকে এই স্মার্টফোনের চার্জিং টাইপ সম্পর্কেও জানা গিয়েছে।
শাওমি ১২ সিরিজ নিয়ে বিগত কয়েক দিন ধরেই একাধিক জল্পনা শোনা গিয়েছে। এই সিরিজে তিনটি ফোন নিয়ে সব থেকে বেশি চর্চা চলছিল টেক মহলে – শাওমি ১২, শাওমি ১২এক্স এবং শিয়াওমি ১২ প্রো। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেল, এই সিরিজে আরও একটি ফোন থাকার প্রবল সম্ভাবনা, যার নাম শাওমি ১২ স্ট্যান্ডার্ড এডিশন (Xiaomi 12 Standard Edition)। সম্প্রতি চিনের কম্পালসারি সার্টিফিকেট ওয়েবসাইটে (3C) এই ফোনটির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, যার মডেল নম্বর 2201123C। লিস্টিং থেকে এই স্মার্টফোনের চার্জিং টাইপ সম্পর্কেও জানা গিয়েছে।
দিন কয়েক আগেই কোম্পানির তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছিল, শাওমি ১২ ভ্যানিলা মডেলে সদ্য লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দেওয়া হচ্ছে। ২৮ ডিসেম্বর একটি বিশেষ ইভেন্টের মধ্যে দিয়ে শাওমির আসন্ন ফ্ল্যাগশিপ ১২ সিরিজের পর্দা উন্মোচিত হবে। চিনের জনপ্রিয় টিপস্টার WHYLAB-এর তরফ থেকে 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে শাওমি ১২ স্ট্যান্ডার্ড এডিশনের (Xiaomi 12 Standard Edition) উপস্থিতির কথা জানানো হয়েছে। এই হ্যান্ডসেটের যে মডেল নম্বরটি নজরে এসেছে, তা হল 2201123C। পাশাপাশি এই সার্টিফিকেশন থেকেই জানা গিয়েছে, ৫জি এনাবলড শাওমি ১২ ভ্যানিলা মডেলটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং-সহ হাজির হবে।
আসন্ন এই সিরিজের আর একটি মডেল শাওমি ১২ প্রো ফোনটিও কয়েক দিন আগে 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। সেখান থেকে জানা গিয়েছিল, এই ফোনের মডেল নম্বর 2201122C। লিস্টিং থেকেই সে সময় ইঙ্গিত মিলেছিল যে, শাওমি ১২ প্রো ফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে শাওমির তরফ থেকে এই আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে পরিষ্কার ভাবে কিছুই জানানো হয়নি। যদিও এত বার বিভিন্ন সার্টিফিকেশন সাইটে আসার কারণেই মনে করা হচ্ছে এই সিরিজের আত্মপ্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষেই। জল্পনা চলছে, সেই বিশেষ দিনটি হল ২৮ ডিসেম্বর।
এদিকে আবার শাওমি ১২-এর ক্যামেরা স্পেসিফিকেশনসও ইতিমধ্যে লিক হয়ে গিয়েছে। এই হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা প্যানেলে দেওয়া হচ্ছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও এই ফোনে থাকছে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি পেরিস্কোপ এবং আর একটি টেলিফটো লেন্স। অর্থাৎ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপই দেওয়া হচ্ছে ফোনটিতে। পাশাপাশি আবার এই ফোনে থাকছে ফুল HD+ ডিসপ্লে এবং একটি আন্ডার-স্ক্রিন সেলফি ক্যামেরা।
সম্প্রতি শাওমি ১২, শাওমি ১২এক্স এবং শাওমি ১২ প্রো – এই তিনচি ফোনই হাজির হয়েছিল চিনের টেনা লিস্টিং সার্টিফিকেশন সাইটে। শিয়াওমির আসন্ন এই ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোনে অন্তত দুটি এমন ফোন থাকছে, যাদের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট দেওয়া হবে। এমনকি একটি ফোন আবার পারফরম্যান্সের দিক থেকে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারাও চালিত হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Xiaomi MIX Fold 2: শাওমির ফোল্ডেড মডেলের কিছু তথ্য ফাঁস, লঞ্চ হতে পারে আগামী বছরেই…