Xiaomi 11 Youth Vitality Edition: লঞ্চ হয়েছে শাওমি ১১ সিরিজের লেটেস্ট মডেল, দাম কত? কী কী স্পেসিফিকেশন রয়েছে?
৪২৫০mAh ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে শাওমির এই ফোনে। বলা হচ্ছে, এটিই শাওমির সবচেয়ে হাল্কা এবং পাতলা ৫জি ফোন। ওজন মাত্র ১৫৭ গ্রাম। আর এই ফোন ৬.৮১ মিলিমিটার পুরু।
শাওমি ১১ সিরিজের লেটেস্ট মডেল হিসেবে সদ্যই চিনে লঞ্চ হয়েছে শাওমি ১১ Youth Vitality এডিশন। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার লঞ্চ হয়েছে এই ফোন। বলা হচ্ছে, শাওমি ১১ Youth Vitality এডিশন আসলে শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে। এছাড়াও ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে একটি হোল-পাঞ্চ কাট আউট। সেখানে থাকছে সেলফি ক্যামেরা সেনসর। শাওমি ১১ Youth Vitality এডিশন ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। বলা হচ্ছে, এটিই শাওমির সবচেয়ে হাল্কা এবং পাতলা ৫জি ফোন। ওজন মাত্র ১৫৭ গ্রাম। আর এই ফোন ৬.৮১ মিলিমিটার পুরু।
শাওমি ১১ Youth Vitality এডিশন ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৯৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,৮০০ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ২২৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৭,৩০০ টাকা। চিনে এই ফোন কালো, নীল, গোলাপি এবং সাদা রঙে লঞ্চ হয়েছে। ১০ ডিসেম্বর থেকে চিনে এই ফোনের বিক্রি শুরু হবে। গ্লোবাল মার্কেটে শাওমি ১১ Youth Vitality এডিশন ফোন কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। ভারতে এই ফোন লঞ্চ হবে কিনা সে ব্যাপারেও কিছু জানা যায়নি।
শাওমি ১১ Youth Vitality এডিশন ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন
- অ্যানড্রয়েড ১১ এবং MIUI ১২.৫- এর সাহায্যে শাওমির এই ফোন পরিচালিত হবে।
- এখানে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- শাওমি ১১ Youth Vitality এডিশন ফোনের অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি LPDDR4X র্যাম।
- শাওমির এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংসে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৯ মেগাপিক্সেলের আলটড়া ওয়াইড শুটার এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে।
- শাওমি ১১ Youth Vitality এডিশন ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- ৪২৫০mAh ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে শাওমির এই ফোনে।
- কানেক্টিভিটি অপশন হিসেবে শাওমির এই নতুন স্মার্টফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.২, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট ও আরও অনেক কিছু।
আরও পড়ুন- iQoo Neo 5s: আসন্ন এই ফোনের ছবি, স্পেসিফিকেশনস লিক, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, হোল-পাঞ্চ ডিসপ্লে
আরও পড়ুন- Oppo Find N: এই প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে ওপ্পো, ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করবে
আরও পড়ুন- Realme 9i: ফের প্রকাশ্যে এই ফোনের রেন্ডার্স, হোল-পাঞ্চ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ