AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Galaxy S23 লঞ্চ হতেই Galaxy S22-র দাম 15,000 টাকা কমাল Samsung

Samsung Galaxy S22 Price Cut: Galaxy S22 ফোনের বেস 8GB/128GB ভ্যারিয়েন্টটি ভারতে লঞ্চ করা হয়েছিল 72,999 টাকায়। সেই মডেলের দামই এখন ভারতে 57,999 টাকা। অর্থাৎ বেস মডেলের দামই এক ধাক্কায় 15,000 টাকা কমানো হয়েছে।

Galaxy S23 লঞ্চ হতেই Galaxy S22-র দাম 15,000 টাকা কমাল Samsung
সস্তা হল Galaxy S22।
| Edited By: | Updated on: Feb 07, 2023 | 10:07 PM
Share

Samsung Galaxy S23 সিরিজ়ের আগমন হয়েছে ভারতে তিনটি নতুন ফোন দিয়ে। মোট তিনটি ফোন রয়েছে এই সিরিজ়ে— Galaxy S23, Galaxy S23 Plus এবং Galaxy S23 Ultra। এই লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ়ের দাম ভারতে 74,999 টাকা থেকে শুরু হচ্ছে। আগের প্রজন্মের ফোনগুলির তুলনায় নতুন Galaxy S23 সিরিজ়ে হার্ডওয়্যার ছাড়া সেরকম খুব একটা কিছু পরিবর্তন চোখে পড়েনি। Galaxy S22 সিরিজ়ের তুলনায় এই লেটেস্ট Galaxy S23 সিরিজ়ের ক্যামেরা এবং চিপসেটেও পরিবর্তন করা হয়েছে। তবে মজাদার বিষয়টি হল, Galaxy S23 সিরিজ় লঞ্চের পরেই Galaxy S22 ফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে Samsung। এই ফ্ল্যাগশিপ সিরিজ় ভারতে লঞ্চ করা হয়েছিল 72,999 টাকায়। তবে এখন এই ফোন আপনি ফ্লিপকার্ট ও স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনেকটাই কম দামে পেয়ে যাবেন।

Samsung Galaxy S22: কত দাম ছিল, এখন কত হল?

Galaxy S22 ফোনের বেস 8GB/128GB ভ্যারিয়েন্টটি ভারতে লঞ্চ করা হয়েছিল 72,999 টাকায়। সেই মডেলের দামই এখন ভারতে 57,999 টাকা। অর্থাৎ বেস মডেলের দামই এক ধাক্কায় 15,000 টাকা কমানো হয়েছে। অন্য দিকে আবার Galaxy S22 ফোনটির 8GB/256GB স্টোরেজ মডেলের দাম লঞ্চ প্রাইস 76,999 টাকা থেকে 15,000 টাকা কমিয়ে 61,999 টাকা করা হয়েছে। তবে ই-কমার্স জায়ান্ট Flipkart-এর কাছে এই ফোনের বেস মডেলে আপনি পেয়ে যাবেন আরও 5,009 টাকা ছাড়। ফলে, Galaxy S22 বেস মডেলটি ক্রয় করতে আপনার খরচ হবে 52,900 টাকা।

2023 সালে আপনার Samsung Galaxy S22 কেনা ঠিক হবে?

Galaxy S23 এসে গেলেও Galaxy S22 এখনও একটি দুর্দান্ত অপশন যে কোনও স্মার্টফোন ক্রেতার জন্য। দুর্ধর্ষ AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রতিদিনের স্মার্টফোনের যাবতীয় জরুরি কাজকর্মের জন্য মাল্টিটাস্কিংয়ে পারদর্শী এই ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen1 প্রসেসর। খুব সম্প্রতি এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম আপগ্রেডেশন পেয়েছে, যা একাধিক নতুন ফিচার্স যোগ করেছে ফোনটিতে।

ফোনের ক্যামেরা সেটআপও দুরন্ত! ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে Galaxy S22 ফোনে দেওয়া হয়েছে 50MP ক্যামেরা, যা ডুয়াল পিক্সেল অটোফোকাস সাপোর্ট করে। রয়েছে একটি 12MP আলট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 10MP টেলিফটো সেন্সর।

যদিও এই প্রিমিয়াম ফোনের ব্যাটারি জীবন খুবই সাধারণ। সারা দিন ধরে কোনও ভাবেই একটানা চার্জ ধরে রাখতে পারে না ফোনটি। যে কোনও দিন মাত্র কয়েক ঘণ্টা ব্যবহার করার পরেই Galaxy S22 ফোনটিকে আপনাকে পুনরায় চার্জ করতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি কম্প্যাক্ট সাইজ়ের কোনও ফোনের খোঁজ করেন এবং পারফরম্যান্সের নিরিখে কিছুটা শক্তিশালী ফোনের দরকার হয় আপনার, তাহলে এখন দাম কমার পরে Samsung Galaxy S22 আপনার জন্য ভাল অপশন হতে পারে।